আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমায় ৮০ হাজার মৃত ব্যক্তির রেশন কার্ড বাতিল করল খাদ্য দপ্তর

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

মনসারাম কর: ঘাটাল মহকুমায় মৃত ব্যক্তির নামেও বরাদ্দ হয়েছে রেশনদ্রব্য। মাসের পর মাস মৃত ব্যক্তির নামে রেশনদ্রব্য ওঠার ঘটনা সামনে এসেছে অনেক আগেই। অনেকক্ষেত্রে দেখা গেছে মৃত ব্যক্তির নামে রেশন ওঠার বিষয়ে তাঁর পরিবার কিছুই জানেন না। মারা যাওয়ার পর ডিলার রেশন দেওয়া বন্ধ করে দিলেও অফিস থেকে তাঁর নামে রেশন তোলা হয়েছে দীর্ঘদিন।

 

 

ডিজিটাল রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক করার প্রক্রীয়া শুরু হতেই মৃত ব্যক্তির নামে রেশন ওঠার ঘটনা প্রকাশ পায় ঘাটালের বিভিন্ন জায়গায়। খাদ্য দপ্তরও প্রকারন্তরে সেই ঘটনা মেনে নেয়। দপ্তের সূত্রে খবর বিগত পাঁচ বছরে ঘাটাল মহকুমাজুড়ে ৮০ হাজারের বেশি মৃত ব্যক্তির রেশন কার্ড বাতিল করা হয়েছে। তার মধ্যে মৃত্যুর পরেই গ্রাম পঞ্চায়েতে মৃত সংশাপত্র নিতে গিয়ে রেশন কার্ড বাতিলের সংখ্যাটা প্রায় ৬৩ হাজার।

 

 

বাকি প্রায় ১৭ হাজার রেশন কার্ড বাতিল হয়েছে রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক প্রক্রীয়ার জন্যই। ওই ১৭ হাজারের মধ্যে অধিকাংশ কার্ডই আধার লিঙ্কের চক্ররে পড়ে অফিসের নজরে আসে এবং তা বাতিল হয়। কেউ মারা গেলে পদ্ধতি অনুযায়ী মৃত ব্যক্তির পরিবার রেশন কার্ড বাতিল করতে  ছুটেছেন সেই সংখ্যাটা হাতে গুনা। বর্তমানেও রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক প্রক্রীয়া চালু রয়েছে এবং মৃত ব্যক্তির নামে রেশন কার্ড চালু রয়েছে এমন দেখা গেলেই তা বাতিল করছে খাদ্য দপ্তর।

 

 

রেশন বন্টনে স্বচ্ছতা আনতে এবং ভুয়ো রেশন কার্ড বাতিল করতেই খাদ্য দপ্তরের এই উদ্যোগ বলে জানা গেছে। কোনও মৃত ব্যাক্তির নামে রেশন উঠছে এমন অভিযোগ এলে সাথে সাথেই তা বাতিল করা হবে বলে বিভাগীয় আধিকারিকরা জানিয়েছেন।

See also  প্রায় এক বছর ধরে প্রশাসনের দরজায় দরজায় ঘুরেছেন -খবর প্রকাশিত হওয়ার পরেই মেয়ের জাতিগত শংসাপত্র পেয়ে গেলেন মা

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি