আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

খানা জংশন এর নাম পরিবর্তনের দাবি

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

পূর্ব বর্ধমান:- খানা জংশন এর নাম পরিবর্তনের দাবি ক্রমশ জোরালো হচ্ছে। অগ্নিযুগের বিপ্লবীর স্মৃতিবিজড়িত স্টেশনের নাম পরিবর্তনের দাবি স্থানীয়দের। সম্প্রতি পূর্ব বর্ধমানের চান্না গ্রামে অগ্নিযুগের বিপ্লবীদের আশ্রম পরিদর্শনে আসেন কেন্দ্রীয় মন্ত্রী ও সাংসদ সুভাষ সরকার। সেই সময় চান্না গ্রামের প্রাক্তন শিক্ষক এবং অশীতিপর কংগ্রেস নেতা লক্ষীনারায়ন হাজরা মন্ত্রীর কাছে আবেদন করেন খানা জংশন এর নাম পরিবর্তন করে বিপ্লবী যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের নামে রাখতে হবে।


ব্রিটিশ আমলে খানা স্টেশন থেকে এসে এই চান্না আশ্রম-এর গোপন ডেরায় বসে বিপ্লবী যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ইংরেজদের বিরুদ্ধে লড়াইয়ের ব্লুপ্রিন্ট তৈরি করতেন।স্বাধীনতা সংগ্রামের স্মৃতিবিজড়িত এক দর্শনীয় স্থান হলো পূর্ব বর্ধমানের গলসির চান্না আশ্রম। দেশের স্বাধীনতার গুরুত্বপূর্ণ ইতিহাসের সাক্ষ্য বহন করে চলেছে এই আশ্রম। একসময় একে বিপ্লবীদের আঁতুড়ঘরও বলা হতো। নেতাজী সুভাষচন্দ্র বসু, বারীন্দ্রনাথ ঘোষ, অরবিন্দ ঘোষ, ভগৎ সিং, লালা লাজপত রাই, দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ, রাসবিহারী বসুর মতো বহু বিপ্লবীদের আনাগোনা ছিল এখানে। এই আশ্রমে বসেই স্বাধীনতার বীজ বপন করেছিলেন বিপ্লবী যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।
স্বাধীনতা আন্দোলনের সুবিধার জন্যই তৎকালীন এই নির্জন জায়গাকে চিহ্নিত করেছিলেন বিপ্লবী যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।

প্রায় দেড় দশক ধরে এই আবেদন নিয়ে তিনি প্রশাসনের বিভিন্ন স্তরে দরবার করেছেন। সম্প্রতি মন্ত্রীকে সামনে পেয়ে তিনি লিখিতভাবে তাঁর আবেদন জানান। তবে মন্ত্রী সুভাষ সরকার জানান, রেলের কোন স্টেশনের নাম পরিবর্তন একটি জটিল ব্যাপার। এ বিষয়ে স্থানীয় বিভিন্ন সংগঠনকে উদ্যোগ নিতে হবে। তিনি বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছেন। অন্যদিকে খানা স্টেশন সংলগ্ন এলাকার বাসিন্দা ও ব্যবসায়ীরা জানান, একসময় স্টেশনের পাশের রাস্তাটি যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সরণী নামে পরিচিত ছিল। তবে স্টেশনের নাম পরিবর্তন করে বিপ্লবীর যতীন্দ্রনাথ এর নামে রাখার বিষয়টি নিয়ে ভিন্নমত শোনা গেল এলাকার বাসিন্দাদের মুখে। অশীতিপর লক্ষীনারায়নবাবু দীর্ঘদিন ধরে এই বিষয়টি নিয়ে উদ্যোগী হয়েছেন। শেষ বয়সে এই কংগ্রেস নেতার ইচ্ছে বাংলার বিপ্লবীর নামে খানা জংশন এর নাম রাখা হোক। তাতে এই এলাকার সঙ্গে অগ্নিযুগের বিপ্লবী যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিটুকু আরও উজ্জ্বল হবে।

See also  দক্ষিন দামোদর থেকে পরিয়াযীদের বাড়ি ফেরানো হল ১৫ টি বাসে ।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি