আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

ফের তৃনমূলের গোষ্ঠীদন্ধ প্রকাশ‍্যে ! তৃনমূলের পার্টি অফিস ভাঙচুর

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

আবারও ফের তৃনমূলের গোষ্ঠীদন্ধ প্রকাশ‍্যে ।পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের ২৭নম্বর ওয়ার্ড লিচুতলা এলাকায় তৃনমূলের পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে ।শুক্রবার সকাল থেকেই চাঞ্চল‍্য ছড়ায় এলাকায়।

এই ঘটনায় ওই এলাকায় জয়হিন্দ বাহিনীর সহ সভাপতি মুক্তার মিয়া বলেন সকালে উঠে দেখতে পাই ওই লিচুতলার পাটি অফিসে কাজ ভেঙে দেয় ,ইলেকট্রিক তার ছিরে দেয়,দলীয় পতাকা ফেলে দেয় নিচে রাতভর ত্রাস চালিয়েছে।আমরা খোজ পেয়েছি কারা করেছে তবে তারা বলছে আমাদের অন‍্যায় হয়ে গেছে ।

রাতভর এই এলাকায় মদের ফোয়ারা ওরে আমি তাও নিয়ন্ত্রনে কিছুটা আনতে পেরেছি সবটা আনতে পারিনি প্রশাসনকে জানিয়েছি ।তিনি আরও বলেন যারা এই ঘটনা ঘটিয়েছে তারা তৃনমূল নামে করে তৃনমূল যদি করতো তারা এরকম দলীয় পতাকা নিচে ফেলে দিতো না ।

তিনি বলেন এরা সারাদিন মদ খেয়ে ঘুড়ে বেরোয়।এই ঘটনায় বর্ধমান থানার পুলিশ আসে ঘটনাস্থলে পুলিশ সমস্ত দেখে গেছে সমস্ত বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ বলে জানান তিনি ।

See also  পূর্ব বর্ধমান জামালপুর ব্লকের জ্যোৎশ্রীরাম গ্রাম পঞ্চায়েতের শিয়ালী গ্রামে পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে তৃণমূলের প্রতিবাদ মিছিল

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি