ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট।
ভাতার কৃষি দপ্তর ও ভূমি দপ্তরের সামনে ভাতার– কামারপাড়া রাস্তার উপর রয়েছে একটি প্রতীক্ষালয়। দীর্ঘ কয়েক বছর ধরে বেহাল অবস্থায় রয়েছে এই প্রতীক্ষালয় টি।স্থানীয় মানুষজন বারবার প্রশাসনের কাছে আর্জি জানালেও, প্রতীক্ষালয় টি এখনো সংস্কার হয়নি। প্রতি দিনে গড়ে কয়েক হাজার মানুষ আসেন এখানে। বর্ষার দিনে বৃষ্টিতে ও গ্রীষ্মের দিনে রোদে মানুষের দারুন কষ্ট হয় ।তাই অবিলম্বে ওই প্রতীক্ষালয়টির সংস্কারের দাবি জানিয়েছেন ভাতার এলাকার মানুষজন।