আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

সিপিএমের একাধীক পতাকা পুড়িয়ে আবর্জনার স্তুপে ফেলে দেওয়া নিয়ে উত্তেজনা বর্ধমানে

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

প্রদীপ চট্টোপাধ্যায়  বর্ধমান ৩০ অক্টোবর
রাতের অন্ধকারে  সিপিএম পার্টির একাধীক  দলীয় পতাকা পুড়িয়ে কেউ ফেলেদেয় আবর্জনার গাদায় । বৃহস্পতিবার সকালে এই ঘটনা জানাজানি হতেই ব্যাপক উত্তেজনা  ছড়িয়ে পড়ে  বর্ধমানের নবস্তা এলাকায় । ঘটনা নিয়ে  ক্ষোভে ফেটে পড়েন বাম কর্মী ও সমর্থকরা । দলীয় পতাকা পোড়ানোর ঘটনার প্রতিবাদে বেলায় নবস্তা ১ পঞ্চায়েত অফিসের সামনে  বর্ধমান – কালনা রোড  অবরোধ করে  বাম কর্মীরা বিক্ষোভ দেখানো শুরু । তারজেরে দিনের ব্যস্ততম সময়ে এই সড়কপথে যানবাহন  চলাচল থমকে যায় । খবর পেয়ে মেমারি থানার  পুলিশ  ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি  নিয়ন্ত্রণে আনে । সড়কপথে দাঁড়িয়ে থাকা বাসের যাত্রীদের অনুরোধে আধ ঘন্টা বাদ বাম  কর্মীরা অবরোধ তুলেনেয় । দলীয় পতাকা পোড়ানোর ঘটনানিয়ে তৃণমূলের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন বাম নেতৃত্ব।  তারা  পুলিশের কাছেও এদিন এই ঘটনানিয়ে অভিযোগ জানিয়েছেন।পুলিশ অভিযোগের তদন্ত শুরু করেছে

বর্ধমান ২ ব্লকের সিপিআইএম এরিয়া কমিটির সদস্য কল্যান হাজরা জানিয়েছেন, নবস্তা ১ পঞ্চায়েতের বিভিন্ন জায়গা রাস্তার  ধারে তাঁদের দলীয় পতাকা টাঙানো ছিল । এদিন সকালে পার্টির কয়েকজন সমর্থক দেখেন স্থানীয় আউশা এলাকার আবর্জনার স্তুপে পড়ে রয়েছে সিপিআই(এম) পার্টির  প্রায় ২০ -২৫ টি পোড়া দলীয় পতাকা । এই ঘটনা নিয়ে দলীয় কর্মী মহলে ক্ষোভ বিক্ষোভ ছড়ায় ।  কল্যান হাজরা বলেন ,দলীয় পতাকার এই অবমাননা নিয়ে রাস্তার ধারে দাড়িয়ে তাঁরা  প্রতিবাদ সভা করছিলেন। ওই সময়ে পুলিশ এলাকায় থাকলেও  স্থানীয়  তৃণমূল কর্মী তুষার সামন্ত উত্তেজিত ভাবে  তাঁদের  প্রতিবাদ সভার কাছে পৌছায় ।  ওই তৃণমূল কর্মী  তাঁদের প্রতিবাদ সভা  বানচাল করেদেবার চেষ্টা করলে তাঁরা পথ অবরোধ  করে বিক্ষোভ দেখাতে বাধ্য হন ।  তুষার বাবু বলেন , ‘পতাকা পোড়ানো নিয়ে দলীয় তরফে শ্যামচাঁদ  মুখোপাধ্যায  এদিন মেমারি থানায় অভিযোগ জানিয়েছেন । তবে তৃণমূল কর্মীদের এদিনের  আচরণ দেখে তাঁদের মনে হচ্ছে  পতাকা পোড়ানোর ঘটনার সঙ্গে হয়তো তৃণমূলের যোগসাজোশ থাকতে পারে।

 যদিও বাম নেতার তোলা অভিযোগ  ভিত্তিহীন বলে দাবি  করেছেন বর্ধমান উত্তরের তৃণমূল বিধায়ক নিশীথ মালিক ।  তিনি বলেন, কোন রাজনৈতিক দলের পতাকা পোড়ানোর কালচার তৃণমূলে নেই ।  বামেদের প্রতিবাদ সভা বানচাল করতেও  তৃণমূলের  কেউ যায়নি ।বামেরা উদ্দেশ্য প্রণদিত ভাবে তৃণমূলের বিরুদ্ধে এইসব মিথ্যা অভিযোগ তুলছে । 

See also  উল্টে যাওয়া মাছের গাড়ি থেকে উদ্ধার হল বস্তায় ভর্তি চার শতাধীক কচ্ছপ

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি