আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

কালনায় প্রতিপক্ষের গুলিতে নিহত হলেন মন্ত্রী স্বপন দেবনাথের স্নেহভাজন তৃণমূল নেতা

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

প্রদীপ চট্টোপাধ্যায  বর্ধমান ৭ ডিসেম্বর 

রাজনৈতিক প্রতিহিংসায় খুন হলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথের স্নেহভাজন তৃণমূল নেতা । মৃতর নাম ইনসান মল্লিক (৪৫)। তাঁর বাড়ি পূর্ব  বর্ধমানের  কালনার  বেগপুর পঞ্চায়েতের রাজখাঁড়া গ্রামে । তিনি কালনা ১ পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ  ছিলেন ।

শুক্রবার রাতে বাইক চালিয়ে তৃণমূল নেতা যখন  বাড়ি ফিরছিলেন তখন অাঁতাতায়ীরা পর পর গুলি চালিয়ে তঁকে খুন করে বলে অভিযোগ । মৃতর ভাই রাজীব মল্লিক দাবি করেছেন “ বিজেপি কিংবা সিপিএম নয়।  রাজনৈতিক প্রতিহিংসায়  তৃণমূলের লোকজনই তাঁর দাদা ইনসান মল্লিককে খুন করেছে ।

যদিও মন্ত্রী স্বপন দেবনাথ বলেছেন, “ইনসানের প্রতিপক্ষ অর্থাৎ সিপিএম ও বিজেপির লোকজন ইনসান কে খুন করেছে ।প্রকৃত খুনি তাহলে কারা ? এই প্রশ্নের উত্তর নিয়েই এখন কালনায় রাজনৈতিক তর্জা তুঙ্গে উঠেছে । পুলিশ খুনের  মামলা রুজে করে তদন্ত শুরু করেছে । তবে শনিবার  বিকাল পর্যন্ত  অভিযুক্তদের কেউ  ধরা পড়েনি । 

মৃতর ভাই  রাজীব মল্লিক  জানিয়েছেন, প্রতিদিনের মতো শুক্রবারও পঞ্চায়েত সমিতি অফিসের কাজ সেরে ইনসান মল্লিক  গদারপাড়ের দলীয় কার্যালয়ে গিয়েছিলেন । বাড়ি ফেরার জন্য রাত সাড়ে  ৮ টা নাগাদ তাঁর দাদা  সেখান থেকে বাইক চালিয়ে রওনা দেন । নারায়নপুরের কাছে  দুস্কৃতিরা তাঁকে লক্ষ করে পরপর গুলি চালায় । দুটি গুলি গিয়ে লাগে ইনসান মল্লিকের নিম্নাঙ্গে ।

গুলির শব্দ শুনে স্থানীয়রা  ঘটনাস্থলে পৌছালে  দুস্কৃতিরা পালিয়ে যায় । খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় তৃণমূল কর্মীরা। রক্তাত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়া ইনসান মল্লিককে উদ্ধার করে তাঁরা  নিয়ে যায় কালনা মহকুমা  হাসপাতালে। সেখানে  শারীরিক অবস্থার অবনতি হলে রাতেই ইনসান মল্লিককে স্থানান্তর করা হয় কলকাতার হাসপাতালে ।কলকাতা যাবার পথেই মৃত্যু হয়  কালনার ডাকাবুকো তৃণমূল নেতা ইনসান মল্লিকের ।

শনিবার  বর্ধমান হাসপাতাল  পুলিশ মর্গে  মৃত তৃণমূল নেতার দেহের ময়নাতদন্ত হয় । ময়নাতদন্তের সময়ে রাজ্যের  মন্ত্রি তথা জেলা তৃণমূল সভাপতি স্বপন দেবনাথ সহ অন্য নেতারা হাসপাতালে উপস্থিত থাকেন । পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় জানিয়েছেন ,ঘটনার তদন্ত শুরু হয়েছে । অভিযুক্তদের খোঁজ চলছে । 

মন্ত্রি স্বপন দেবনাথ এদিন বলেন ,ইনসানের মৃত্যুতে দলের অপুরণীয়  ক্ষতি হল । মাস আটেক আগেও ইনসান আক্রান্ত হয়েছিল । স্বপন বাবু বলেন ,ইসানের জন্যই গত লোকসভা নির্বাচনে  বেগপুর অঞ্চলে তৃণমূল প্রার্থী ১০ হাজারেরও বেশী ভোটো লিড দিতে পেয়েছিল ।

এসব মেনেনিতে না পেরেই চক্রান্ত করে প্রতিপক্ষের লোকজন ইনসান কে চিরতরে সরিয়ে দিল ।  ইনসানের প্রতিপক্ষ কি নিজের দলের লোকজনই ছিল নাকি বিরোধীরা ? এই  প্রশ্নে স্বপন বাবুর  ব্যাখ্যা ইনসানের রাজনৈতিক প্রতিপক্ষ সিপিএম ও বিজেপি । মন্ত্রী এমনটা বললেও ইনসানের স্ত্রী শিউলি মল্লিক ও ভাই রাজীব মল্লিক  সাফ জানিয়ে দিয়েছেন, সিপিএম ও বিজেপি নয় ।

See also  গ্রামবাসীদের তৎপরতায় পর্দা ফাঁস হল শিশু বিক্রীর । কাটোয়া থানার পুলিশের হাতে গ্রেফতার দম্পতি ও এক নার্সিংহোম টেকটিশিয়ান

গোষ্ঠীদন্দের জরে নিজের দলের লোকেদের দ্বারাই খুন হয়েছেন ইনসান মল্লিক ।রাজীব বলেন পুলিশকেও তিনি সেকথা জানিয়েছেন । এদিকে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে শনিবার কালনার বুলবুলিতলায় সড়কপথ অবরোধ করে বিক্ষোভ দেয়ায় মৃত তৃণমূল নেতার অনুগামীরা । মৃতর স্ত্রী শিউলি মল্লিক তাঁর স্বামীকে খুনের ঘটনায় সিআইডি তদন্তের দাবি করেছেন । 


কালনার সিপিএম নেতা সুকুল সিকদার  বলেন স্বপন দেবনাথের তোলা অভিযোগ শুধু মিথ্যাই নয় হাস্যকরও বটে । সুকুল বাবু বলেন , পুলিশ প্রকৃত খুনিদের গ্রেফতার করুক । তাহলেই পরিস্কার হয়ে ইনসান মল্লিক কে খুনের ঘটনা  কারা  ঘটিয়েছে । অন্যদিকে বিজেপির জেলা সহ সভাপতি ধনঞ্জয় হালদার  বলেন , পুলিশ সঠিক তদন্ত করলেই মৃতর পরিবারের অভিযোগই  সত্য প্রমানিত হবে । 

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি