পূর্ব বর্ধমানের উচালন উৎসব 2020 (6 তম) বর্ষের বসে আঁকো প্রতিযোগিতা টি আগামী 19/1/2020( রবিবার) বেলা 10 টায় উচালন ফুটবল মাঠে মেলা প্রাঙ্গণে নেওয়া হবে।
: আগ্রহী সমস্ত শিল্পীদের এই অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য উচালন উৎসব কমিটির পক্ষ থেকে সকলকে আহ্বান জানানো হচ্ছে।
বিশেষ দ্রষ্টব্য- অঙ্কন প্রতিযোগিতা টি 2 দিন এর পরিবর্তে একদিন নেওয়া হবে আগামী 19/1/2020 রবিবার সকাল 10 টায়।