আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

১০ফুট লম্বা অজগর সাপ উদ্ধার

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now
সালানপুর:- সালানপুর ব্লকের সামডি গ্রামের একটি বাড়ি থেকে উদ্ধার হল ১০ ফুট লম্বা অজগর সাপ।সোমবার উদ্ধার হওয়া অজগর সাপটিকে বনদপ্তরের পক্ষ থেকে,এই অজগর সাপটি উদ্ধার গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।
জানা যায় সামডি গ্রামের তারক চন্দ নামের এক ব্যক্তির বাড়ির শৌচালয় থেকে সোমবার সকালে একটি ১০ ফুটের লম্বা অজগর উদ্ধার হয়।বাড়ির লোক জানায়
সকাল বেলায় শৌচালয়ে গেলে নজরে পরে সেই বিশাল সাপটি গুটিসুটি হয়ে বসে রয়েছে।এরপর খবর দেওয়া রূপনারায়নপুর বনদফতরের অধিকারিককে ।বনদফতরের কর্মীরা এসে সাপটি উদ্ধার করে নিয়ে যায় ।
See also  বজ্রপাতে ফের এক চাষির মৃত্যু জামালপুরে- ১৪ দিনে মৃত ৭

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি