কামারপুকুর থেকে আরামবাগ গ্রামী এক লরি আরামবাগ থেকে কামারপুকুর এর দিকে ধাবমান লরিটিকে ধাক্কা মারে। স্থানীয় সূত্রে জানা গেছে কামারপুকুর থেকে আরামবাগ গামী লরিটি এক মোটর সাইকেল আরোহী কে বাঁচাতে গিয়ে কামারপুকুর গামী লরির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এই সংঘর্ষে হতাহতের কোনো খবর পাওয়া না গেলেও, এক লরি ড্রাইভার গুরুতর জখম হয়েছেন এবং তাকে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্রের খবর আহত লরির ড্রাইভারের পা ভেঙে গেছে এবং পা কেটে বাদ যেতেও পারে বলেও স্থানীয়রা অনুমান করছেন। এই দুর্ঘটনার কথা জানার পর আরামবাগ থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং তাদের আহত ব্যক্তিদের চিকিৎসা ব্যবস্থা করে l