উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের ১৫ বছরের উন্নয়নকে ঘরে ঘরে পৌঁছাতে রাজ্য জুড়ে শুরু হয়েছে উন্নয়নের পাঁচালি কর্মসূচি।আর সেই কর্মসূচির অঙ্গ হিসাবে সোমবার বিকালে জয়নগর বিধানসভার শ্রীপুর স্কুল মাঠে শ্রীপুর অঞ্চল মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক মহিলা কর্মী সম্মেলন হয়ে গেল।
যাতে উপস্থিত ছিলেন জয়নগর বিধানসভার বিধায়ক বিশ্বনাথ দাস,জয়নগর ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি ঋতুপর্ণা বিশ্বাস, জয়নগর ১ নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তুহিন বিশ্বাস,দক্ষিণ ২৪ পরগনা জেলা জয় হিন্দ বাহিনীর সহ সভাপতি রাজু লস্কর,জেলা পরিষদ সদস্য বন্দনা লস্কর,শ্রীপুর পঞ্চায়েত প্রধান বেগম মেহেরুন্সা মোল্লা, শ্রীপুর অঞ্চল তৃনমূল কংগ্রেসের কনভেনর বাবু গাজী,জয়নগর ১ নং ব্লক তৃনমূল শ্রমিক সংগঠনের সভাপতি মাতিন হালদার সহ আরো অনেকে।
এদিনের সভা থেকে মহিলারা কিভাবে ঘরে ঘরে সরকারের উন্নয়ন তুলে ধরবে সে বিষয়ে আলোকপাত করা হয়।







