আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

কোতুলপুরে বিজেপি নেতা খুন, গ্রেফতার চারজন

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

দেবনাথ মোদক , কোতুলপুর (বাঁকুড়া): বাঁকুড়ার কোতুলপুর থানার লাউগ্রাম গ্রাম পঞ্চায়েতের পাহাড়পুর গ্রামের বাসিন্দা সুমন মণ্ডল খুন হলেন রহস্যজনক পরিস্থিতিতে। বয়স আনুমানিক ৩২। ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত তিনি ইন্দাস চার নম্বর মণ্ডলের বিজেপির মণ্ডল সভাপতির দায়িত্বে ছিলেন। এলাকায় তিনি দাপুটে ও প্রভাবশালী নেতা হিসেবেই পরিচিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত প্রায় ১১টার দিকে কোতুলপুরের মাটিয়ারি এলাকার একটি রাস্তার ধারে তাঁকে ছুরির কোপ মেরে খুন করা হয় বলে প্রাথমিক অনুমান পুলিশ ও স্থানীয়দের। ঘটনাস্থল থেকেই তাঁর বাইক, হেলমেটসহ অন্যান্য জিনিস উদ্ধার হয়েছে।
মৃত্যুর আগে সুমন মণ্ডল “বাঁচাও বাঁচাও” বলে চিৎকার করছিলেন বলে দাবি করেছেন এলাকার বাসিন্দারা। সেই আওয়াজ পেয়ে লোকজন ছুটে গিয়ে তাঁকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন। এরপর তারা পুলিশে খবর দিলে কোতুলপুর থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ও গোটা এলাকাটি ব্যারিকেড দিয়ে ঘিরে তদন্ত শুরু করে।

সুমন মণ্ডলের বাড়ি থেকে ঘটনাস্থলের দূরত্ব প্রায় ১০-১২ কিলোমিটার। ঘটনার কিছুক্ষণ পরই ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটারের মধ্যে কোতুলপুরের ঘাটদীঘি এলাকা থেকে পুলিশ একটি ছোট চারচাকা গাড়িসহ চারজনকে আটক করে।
গ্রেফতার হওয়া চারজনের মধ্যে তিনজনের বাড়ি লাউগ্রাম গ্রাম পঞ্চায়েতের ডিঙ্গাল গ্রামে এবং একজনের বাড়ি কোতুলপুরের ধোবাপুকুর এলাকায় বলে জানা গেছে। খুনের কারণ এখনও স্পষ্ট নয়। পরিবারের পক্ষ থেকেও এখনো থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।

আজ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। চারজন ধৃত অভিযুক্তকে আজই বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হবে। পুলিশ ঘটনার তদন্ত চালাচ্ছে।

See also  তৃতীয় লিঙ্গ মানুষের পাশে দাঁড়ালেন উপপ্রধান সাহাবুদ্দিন মন্ডল

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি