উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: জয়নগরে গরু চুরির ঘটনায় ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার এক।পেশ করা হলো বারুইপুর মহকুমা আদালতে।বসিরহাট,মিনাখাঁ, ক্যানিং এর পর এবার গরু চুরির ঘটনা ঘটলো জয়নগরে।বাড়ির মধ্যে থেকে জাইলো গাড়ি করে গরু চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ায় জয়নগরে।জয়নগর থানার হরিনারায়নপুর গ্রাম পঞ্চায়েতের রায়নগর শরৎপল্লী এলাকার বাসিন্দা মিঠুন সরকার বুধবার সকালে ঘুম থেকে উঠে দেখেন তার গোয়াল ঘরে গরু নেই। আশপাশে খোঁজাখুঁজি করে তিনি গরু না পেয়ে দুশ্চিন্তায় পড়েন। এরপর তিনি প্রতিবেশী এক ব্যক্তির বাড়ির সিসিটিভি ফুটেজ দেখে হতবাক হয়ে যান।
সিসিটিভি ফুটেজে তিনি দেখেন,মঙ্গলবার গভীর রাতে একটি জাইলো গাড়িতে চেপে কয়েকজন দুষ্কৃতি এসে বাড়ির ভিতর থেকে গরুটিকে বের করে ওই জাইলো গাড়িতে তুলে নিয়ে চলে যায়। চার চাকা গাড়িতে এই গরু চুরির ঘটনায় অবাক হয়ে যান এলাকার মানুষ।প্রশ্ন ওঠে নিরাপত্তা নিয়ে।খবর পেয়ে ঘটনা স্থলে যান জয়নগর থানার পুলিশের বিশেষ টিম।এর পরে ঐ ব্যক্তির জয়নগর থানায় অভিযোগ দায়েরের পরে জয়নগর থানার আই সি পার্থ সারথি পালের নির্দেশে পুলিশের বিশেষ টিমের তৎপরতায় তদন্তে নেমে বুধবার রাতে মগরাহাট থানার যুগদিয়া এলাকা জাইলো গাড়ি সমেত এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।
ধৃতের নাম সুদীন ব্যানার্জী,বয়স ২৫ বছর,বাড়ি মগরাহাট থানার যুগদিয়া এলাকায়।ধৃত ব্যাক্তিকে বৃহস্পতিবার জয়নগর থানা থেকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করে জয়নগর থানার পুলিশ।তবে চুরি হওয়া গরুটি এখনো পর্যন্ত উদ্ধার করা যায় নি।ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে তদন্তের কাজ এগিয়ে নিয়ে যেতে চায় পুলিশ।তবে এব্যাপারে স্থানীয় মানুষ জন বলেন,গাড়ি এনে যদি গরু তুলে নিয়ে যেতে পারে,তাহলে এলাকায় এরপর ক্রাইম করা ও দুষ্কৃতির পক্ষে অসাধ্য কিছু নয়।আমাদের নিরাপত্তা কে দেবে।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে গাড়ির নাম্বার প্লেট অনুযায়ী গাড়িটি হাওড়া জেলার।কিন্তু সেখান থেকে কিভাবে সে জয়নগরে এসে এই কাজ করলো,আর তার সাথে আর কে কে ছিলো তা জানার চেষ্টা করছে পুলিশ।তবে এভাবে গাড়ি নিয়ে বাড়ির ভিতর থেকে গরু চুরির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে হরিনারায়নপুর সহ জয়নগর থানা এলাকার মানুষ।পুলিশী নজরদারী আরও বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয় মানুষ জন।








