বিকৃত মানসিকতার চূড়ান্ত নিদর্শন! ব্যস্ত রাস্তায় টোটোয় বসা চার তরুণীর সামনে বাইকে সওয়ার হয়ে প্রকাশ্যে অশ্লীলতা এক যুবকের। মুখে মাস্ক, হাতে বাইকের হ্যান্ডেল, আর মাঝরাস্তায় নিজের প্যান্টের চেন খুলে বিকৃত আনন্দে মেতে ওঠা! বৃহস্পতিবার বিকেলে এই ঘৃণ্য ঘটনার সাক্ষী থাকলো পূর্ব বর্ধমানের বিবেকানন্দ কলেজ মোড়।
চোখের সামনে এমন দৃশ্য দেখে স্তম্ভিত টোটোয় থাকা তরুণীরা। তাঁদের মধ্যে একজন তৎক্ষণাৎ মোবাইলে গোটা ঘটনাটি ভিডিও করেন। এরপর সেটি পোস্ট হয় সোশ্যাল মিডিয়ায়। মুহূর্তের মধ্যে ভিডিওটি বিদ্যুতের গতিতে ভাইরাল হয়ে পড়ে। ভিডিওতে দেখা যাচ্ছে, এক যুবক বাইক চালাতে চালাতে টোটোর পিছু নিচ্ছেন, মুখে মাস্ক পরে গোপনাঙ্গ দেখিয়ে অশ্লীল অঙ্গভঙ্গি করছেন।

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আসতেই ক্ষোভে ফেটে পড়েন নেটিজেনরা। কেউ কেউ বলছেন, “এমন বিকৃতকামী মানুষ সমাজে চলাফেরা করছে—এটাই সবচেয়ে ভয়ঙ্কর”! অন্যরা দাবি তুলেছেন, “এই বিকৃত মানসিকতার যুবকের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়”।
তরুণীদের এক জন সোশ্যাল মিডিয়ায় দাবি করেছেন, ওই যুবকের নাম বাবু বিশ্বাস, তিনি স্থানীয় এলাকারই বাসিন্দা। মুখে মাস্ক পরে নিজের পরিচয় আড়াল করতে চাইলেও শেষ পর্যন্ত তা ব্যর্থ হয়। ভিডিও এখন পুলিশের হাতে।
পুলিশ সূত্রে জানা গেছে, ভাইরাল ভিডিওটি নজরে আসার পরই বর্ধমান সাইবার থানার পুলিশ তদন্তে নামে। শুরু হয়েছে অভিযুক্ত যুবকের খোঁজ। পুলিশ খতিয়ে দেখছে, সে আগেও এমন কোনো ঘটনায় জড়িত কি না, এবং কী উদ্দেশ্যে প্রকাশ্যে এমন বিকৃত আচরণ করেছে।
এই ঘটনায় আতঙ্কিত টোটোয় থাকা চার তরুণী। তাঁদের পরিবারও দুশ্চিন্তায়। শহরের সাধারণ মানুষ বলছেন, “যেখানে দিনের বেলা এমন অশোভনীয় কাজ হতে পারে, সেখানে নারীর নিরাপত্তা কোথায়”?
শহরের নানা মহল সহ গ্রাম্য এলাকায় এখন একটাই প্রশ্ন—
“এমন বিকৃতকামীদের রাস্তায় ঘোরার অধিকার থাকা উচিত কি”?
শুধু কঠোর আইন নয়, প্রয়োজন সামাজিক প্রতিরোধও।
পুলিশ সূত্রে খবর, খুব শীঘ্রই ওই যুবকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।