আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

দুর্গা প্রতিমা নিরঞ্জন চলার সময়ে মণ্ডপে থাকা মাইক খুলতে এসে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত্যু মাইক ম্যানের

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

প্রদীপ চট্টোপাধ্যায়, বর্ধমান, ৩ অক্টোবর: জলাশয়ে দুর্গা প্রতিমা বিসর্জন চলার সময়ে পুজো মণ্ডপে থাকা বৈদুতিক যন্ত্রে বিদ্যুুৎপৃষ্ঠ হয়ে মৃত্যু হল মাইক ম্যানের।শুক্রবার বৈকাল পৌনে পাঁচটা নাগাদ ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের জামালপুর
থানার চকদিঘী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গোপিকান্তপুর গ্রামের পুজো মণ্ডপে ।মৃতর নাম অচিন্ত্য পাল (৫০)। তাঁর বাড়ি একই গ্রাম পঞ্চায়েত এলাকার শেরগড় গ্রামে। মা আতসীদেবীর মৃত্যুর তিন দিনের মাথায় ছেলে অচিন্ত্যর এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,অচিন্ত্য পাল পেশায় ছিলেন মাইক ব্যবসায়ী। অন্যান বছরের মতো এ বছরও তিনি চকদিঘীর গোপিকান্তপুর গ্রামের দুর্গা পুজায় মাইক ভাড়া দিয়েছিলেন।গ্রামের মানুষজন শুক্রবার দুপুরে মণ্ডপ থেকে দুর্গা প্রতিমা নামিয়ে তা বিসর্জনের জন্য এলাকার জলাশয়ে পৌছান। গ্রামের বাসিন্দা তথা প্রাক্তন পঞ্চায়েত প্রধান গৌরসুন্দর মণ্ডল বলেন , এদিন দুপুরে গ্রামের সবাই প্রতিমা নিরঞ্জনে ব্যস্ত ছিলেন।


ওই সময়ে কাঁচা পরিহিত অবস্থায় অচিন্ত্য পাল মণ্ডপ ও আসেপাশে লাগানো মাইক খুলতে আসেন ।ওই সময়ে কোন ভাবে তিনি মাইকের যন্ত্রে বিদ্যুৎপৃষ্ঠ হন। মণ্ডপের কাছে পিঠে থাকা কয়েকজন জীবনের ঝুঁকি নিয়ে তাকে উদ্ধার করেন। তারা দ্রত অচিন্ত্য কে জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান । কিন্তু শেষ রক্ষা হয় নি। কর্তব্যরত চিকিৎসক অচিন্ত্য পালকে মৃত বলে ঘোষণা করেন ।

মৃতর ছেলে সুমন পাল এদিন জামালপুর হাসপাতালে চোখের জল মুছতে মুছতে বলেন, এবছর দুর্গা পুজোর সময়টায় আমাদের পরিবারে একের পর এক এমন অঘটন ঘটবে তা কল্পনাও করতে পারি নি। মাত্র তিন দিন আগে আমার ঠাকুমা মারা যান। বাবাই ঠাকুমার মুখাগ্নি করে । আর এদিন কাঁচা পরিহিত অবস্থায় দুর্গা পুজো মণ্ডপের মাইক খুলতে গিয়ে বাবা বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মারা গেলেন। আমরা অনাথ হয়ে পড়লাম ।

See also  খালি সিলিন্ডারের পরিবর্তে লরিতে অবৈধ ভাবে মজুত গ্যাস ভর্তি সিলিন্ডার - গ্রেপ্তার চালক - আটক লরি

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি