কৃষক সেতু,উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,কাকদ্বীপ :কলেজ চত্বরে প্রকাশ্যে তরুণীকে প্রেম নিবেদন যুবকের, ভিডিও ভাইরাল।বিতর্কে যেন পিছু ছাড়ছে না দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপ বিধানসভার কাকদ্বীপ সুন্দরবন মহাবিদ্যালয়ে।এবার প্রকাশ্যে এলো কলেজ চত্বরে ইউনিয়নের সামনে মোটর সাইকেল চেপে এসে এক বহিরাগত যুবক তরুণীর সামনে নতজানু হয়ে বসে প্রেম নিবেদন করার ভিডিও। ভিডিও ভাইরাল হতে সর্বত্র নিন্দার ঝড়।

এই বিষয়ে সরব হয়েছে এবিভিপি এবং ডিআইএফআই সদস্যরা।এ ঘটনা সিনেমা গল্পকে হার মানাবে। হঠাৎ দেখা যায় এক যুবক মোটর সাইকেল নিয়ে কলেজের ভিতরে চলে আসে,তখন চতুর্দিকে কলেজের ছাত্র-ছাত্রীরা নিজেদের মধ্যে কথা বার্তায় ব্যস্ত। মোটর সাইকেল থেকে নেমে কলেজ চত্বরে দাঁড়িয়ে থাকা যুবতীর সামনে গিয়ে নতজানু হয়ে বসে তরুণীকে প্রেম নিবেদন করল, এই ঘটনা দেখে চতুর্দিকে থাকা ছাত্র ছাত্রীরা কলরবে ফেটে পড়ে। যদিও বা এই ভাইরাল হওয়া ভিডিও সত্যতা বিচার করা হয় নি।
কলেজের প্রিন্সিপালের দাবি এ ঘটনা বহু পুরানো, তিনি কলেজে আসার আগেই এই ঘটনা ঘটতে পারে। বর্তমানে এসব ঘটনা আর এই কলেজ চত্বরে ঘটছে না। তিনি বলেন কলেজ চত্বরে সিকিউরিটি গার্ডের ব্যবস্থা করা হয়েছে।তবে কলেজের পাঁচিল নিচু থাকায় মাঝেমধ্যে বহিরাগতরা কলেজের মধ্যে ঢুকে পড়ে।। কলেজ কমিটির সঙ্গে আলোচনা করে অতিসত্বর এই সমস্যা সমাধান করা হবে।