আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

সপ্তাহজুড়ে বৃষ্টিস্নাত হবে বাংলা, এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর ৷

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

আগামী সপ্তাহজুড়ে বৃষ্টিস্নাত হবে বাংলা, এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর ৷ হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, দক্ষিণবঙ্গে আগামী সাতদিনের মধ্যে ছ’দিনই সর্বত্র বৃষ্টি হবে । শুধু দক্ষিণবঙ্গই নয়, রাজ্য জুড়েই চলবে বৃষ্টি ৷


আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় এক অধিকর্তা জানিয়েছেন, দিন দু’য়েক আগে বাংলাদেশ এবং পশ্চিবঙ্গের উপকূলে যে ঘূর্ণাবর্ত সাগরে ঘণীভূত হয়েছিল এবং তা নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছিল, তা আপাতত নেই । যদিও ওই ঘূর্ণাবর্তটি শুক্রবার সকালে নিম্নচাপ ক্ষেত্রে পরিণত হয়ে শক্তিবৃদ্ধি করছিল।

কিন্তু, শনিবার সকালে তার শক্তিক্ষয় হয়েছে। বর্তমানে তা পশ্চিমবঙ্গ ও ওড়িশার উপকূলের ওপর অবস্থান করছে, যা রাজ্যে বৃষ্টি পরিস্থিতি তৈরি করছে। এই কারণে গভীর সমুদ্রে, বিশেষ করে পশ্চিম-মধ্য এবং উত্তর বঙ্গোপসাগরে পরিস্থিতি উত্তাল থাকবে। তাই মৎস্যজীবিদের আগামী চব্বিশ ঘণ্টা সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে ৷

See also  ঘরে বাইরে ছবির শুটিং করতে এসে চকদিঘীর মানুষের মন জয় করে নিয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি