বাবু সিদ্ধান্ত,বর্ধমান
লক ডাউনে সড়ক পথে যান নিয়ন্ত্রণের ডিউটি সেরে ফেরার পথে মোটর বাইক দুর্ঘটনায় জখম হলেন দুই সিভিক ভল্যান্টিয়ার ।শনিবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে তারকেশ্বর গামী ১৫ নম্বর রাজ্য সড়কে পূর্ব বর্ধমানের জামালপুর থানার চৌবেড়িয়া পুল এলাকায় ।খবর পেয়ে জামালপুর থানার পুলিশ ঘটনা স্থলে পৌছায় ।
রক্তাত অবস্থায় সড়ক পথে পড়ে থাকা সিভিক ভল্যান্টিয়ার অমর দাস ও গঙ্গারাম মালিকে পুলিশ উদ্ধার করে জামালপুর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়েযায়।গুরুতর জখম গঙ্গারামকে স্বানান্তর করা হয় বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে । প্রাথমিক চিকিৎসার পর অমর দাসকে যদিও হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় । দুর্ঘটনাগ্রস্ত বাই উদ্ধার করার পাশাপাশি পুলিশ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে ।
পুলিশ জানিয়েছে , দুই সিভিক ভল্যান্টিয়ারের বাড়ি জামালপুর থানার জ্যোৎশ্রীরাম এলাকায় ।জামালপুর থানার এই দুই সিভিক ভল্যান্টিয়ার এদিন সকালে বর্ধমানে গিয়েছিল লক ডাউনে সড়ক পথে যানবাহন চলাচল নিয়ন্ত্রণের ডিউটি করতে ।ডিউটি শেষে দুপুরে একটি মোটরবাইকে চড়ে দু-জনে জামালপুরে ফিরছিল ।মেমারি তারকেশ্বর রোডে চৌবেড়িয়া পুল এলাকায় বাইক চালক অমর দাস হঠাৎতই নিয়ন্রণ হারিয়ে রাস্তার ধারে গার্ড রেলিংয়ে সজোরে ধাক্কা মেরে বসে ।
বাইকের পেছনে বসেথাকা গঙ্গারাম বাইকথেকে ছিটকে গিয়ে পড়েযায় খানিকটা দুরে। তাঁর বাঁ পায়ে , বাঁ হাতে ও মুখের অংশে গুরুতর আঘাত লেগেছে । বাইকের সামনের অংশও ক্ষতিগ্রস্ত হয় । দুর্ঘটনার কারণ প্রসঙ্গে অমর জানিয়েছে ‘ পথে হঠাৎ তাঁর চোখে পোকা পড়েগিয়ে চোখ জ্বলতে শুর করলে সে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে । সেই কারণেই দুর্ঘটনাটি ঘটৈগেছে ।