কৃষ্ণ সাহা,(গোঘাট):- দ্বিতীয় তারাপীঠ ধাম নামে পরিচিত হুগলির গোঘাটের কুমারগঞ্জ অঞ্চলের পানপাতার তারাপীঠ মন্দির। কুমারগঞ্জ অঞ্চলের পানপাতা গ্রামে তারাপীঠ মন্দিরের আদলে মন্দির নিয়ে, নিঃসন্দেহে তারামায়ের ভক্তদের মধ্যে একটা আবেগ তৈরি হয়েছে। মঙ্গলবার অমাবস্যায় মা তারার পুজোর পাশাপাশি হোম যজ্ঞের আয়োজন করা হলো দ্বিতীয় তারাপীঠ মন্দিরে।
প্রত্যেক অমাবস্যায় এবং প্রতি সপ্তাহের শনিবার বিশেষ পুজো এবং হোম যজ্ঞের আয়োজন করা হয় এই মন্দিরে। আগামী ফেব্রুয়ারি মাসে উদ্বোধন হবে দ্বিতীয় তারাপীঠ মন্দিরের। এবার থেকে যে কোনো সাধক এসে এই মন্দিরে এসে তন্ত্র সাধনা করতে পারবেন বলে জানালেন মন্দির কমিটির সদস্য সন্তোষ চক্রবর্তী।
দুর দুরান্ত থেকে মানুষেরা আসছেন এই দ্বিতীয় তারাপীঠ মন্দিরে।
এই মন্দিরের প্রধান সাধক বামদেব অংশ হিসেবে পরিচিত শ্রীমন্ত সাধক। সকলেই বলেন, আমাদের বামদেব নামে খ্যাত শ্রীমন্ত সাধক এর কাছে এসে অনেক অসুস্থ মানুষ সুস্থ হয়ে উঠছেন মন্ত্র বলে। একথা জানান মন্দিরের পুরোহিত অসিত চক্রবর্তী।