দোলের দিনই দিল্লিযাত্রা অনুব্রত মণ্ডলের । মঙ্গলবার সকাল ৬.৪৫ নাগাদ আসানসোল সংশোধনাগার থেকে বের করা হয় বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে। এরপর জেল কর্তৃপক্ষের গাড়িতে করে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন গরু পাচার মামলায় অন্যতম অভিযুক্ত অনুব্রত।মাঝপথে বর্ধমানের শক্তিগড়ে নেমে প্রাতঃরাশ সারেন বীরভূমের দাপুটে নেতা। প্রাতঃরাশের মধ্যে ছিল ৪টে ডালপুরি, ১টা ২০টাকা দা্মের রসগোল্লা ও ১টি ১৫ টাকা দামের ল্যাংচা। জলখাবারের সময় নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।
কারণ অনুব্রত যে টেবিলে খেতে বসেছিলেন, সেখানে ৩ অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিকে দেখা গিয়েছে। তাঁদের সঙ্গে কথাও বলছিলেন অনুব্রত। সকাল ১১.০৮ মিনিটে কলকাতার জোকা ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করার জন্য পৌঁছয়। চিকিৎসকরা পরীক্ষা করে দেখবেন, তাঁকে দিল্লি নিয়ে যাওয়া সম্ভবপর কিনা।
চিকিৎসকরা ফিট সার্টিকিকেট দিলে তাঁকে জেল কর্তৃপক্ষ ইডির হাতে তুলে দেবে। এরপর বিমানে করে অনুব্রতকে নিয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন ইডি আধিকারিকরা।সূত্রের খবর, অনুব্রতকে রাতে আদালতে তোলা হবে। আর আদালত সময় না দিলে রাতে অনুব্রতকে রাখা হবে ইডির সদর দফতরে।