বর্ধমান ২ ব্লকের সিপিআইএম এরিয়া কমিটির সদস্য কল্যান হাজরা জানিয়েছেন, নবস্তা ১ পঞ্চায়েতের বিভিন্ন জায়গা রাস্তার ধারে তাঁদের দলীয় পতাকা টাঙানো ছিল । এদিন সকালে পার্টির কয়েকজন সমর্থক দেখেন স্থানীয় আউশা এলাকার আবর্জনার স্তুপে পড়ে রয়েছে সিপিআই(এম) পার্টির প্রায় ২০ -২৫ টি পোড়া দলীয় পতাকা । এই ঘটনা নিয়ে দলীয় কর্মী মহলে ক্ষোভ বিক্ষোভ ছড়ায় । কল্যান হাজরা বলেন ,দলীয় পতাকার এই অবমাননা নিয়ে রাস্তার ধারে দাড়িয়ে তাঁরা প্রতিবাদ সভা করছিলেন। ওই সময়ে পুলিশ এলাকায় থাকলেও স্থানীয় তৃণমূল কর্মী তুষার সামন্ত উত্তেজিত ভাবে তাঁদের প্রতিবাদ সভার কাছে পৌছায় । ওই তৃণমূল কর্মী তাঁদের প্রতিবাদ সভা বানচাল করেদেবার চেষ্টা করলে তাঁরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে বাধ্য হন । তুষার বাবু বলেন , ‘পতাকা পোড়ানো নিয়ে দলীয় তরফে শ্যামচাঁদ মুখোপাধ্যায এদিন মেমারি থানায় অভিযোগ জানিয়েছেন । তবে তৃণমূল কর্মীদের এদিনের আচরণ দেখে তাঁদের মনে হচ্ছে পতাকা পোড়ানোর ঘটনার সঙ্গে হয়তো তৃণমূলের যোগসাজোশ থাকতে পারে।
যদিও বাম নেতার তোলা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন বর্ধমান উত্তরের তৃণমূল বিধায়ক নিশীথ মালিক । তিনি বলেন, কোন রাজনৈতিক দলের পতাকা পোড়ানোর কালচার তৃণমূলে নেই । বামেদের প্রতিবাদ সভা বানচাল করতেও তৃণমূলের কেউ যায়নি ।বামেরা উদ্দেশ্য প্রণদিত ভাবে তৃণমূলের বিরুদ্ধে এইসব মিথ্যা অভিযোগ তুলছে ।