নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া : সারের কালোবাজারির অভিযোগ তুলে রাজ্য সড়কঅবরোধ সারা ভারত কৃষক সংগঠনের ব্যাপক যানজট ।
অবরোধ কারীদের দাবি , প্রয়োজনের তুলনায় পর্যাপ্ত পরিমানে মিলছে না রাসায়নিক সার যার জেরে গভীর থেকে গভীরতম সমস্যায় কৃষকেরা। বাঁকুড়া জেলার বিস্তীর্ণ কৃষি জমি চাষ করা হয় রাসায়নিক সারের ভরসায়, কিন্তু কথা আছে না ‘আশায় বাঁচে চাষা’ ন্যায্য টাকা দিলেও মিলছে না সেই রাসায়নিক সার। এই সমস্যার জন্য সারের কালোবাজারির তথ্য বার বার সামনে এসছে, কৃষকদের দাবী বিক্রেতারা এই সারকে নিজেদের কাছে মুজুত করে রাখছে বেশী পরিমানে মুনাফা লোটার জন্য।
কৃষকরা এই সমস্যার কথা নিয়ে একাধিক বার বিভিন্ন প্রশাসনিক স্তরে অভিযোগ জানালেও কোনো সুরাহা মেলেনি। তাই আজ বাধ্য হয়ে এর প্রতিবাদ স্বরুপ পথ অবরোধ করলো সারা ভারত কৃষক সংগঠন গুলি, তাদের বক্তব্য কোনো রাজনৈতিক ব্যানারে নয় আপামোর কৃষকদের স্বার্থেই এই অবরোধ।এদিন কৃষকেরা সোনামুখীর নফরডাঙ্গা এলাকায় দুর্গাপুর-বিষ্ণুপুর রাজ্য সড়ক প্রায় অনেকক্ষন আটকে রাখে যার জেরে তীব্র যানজটের সৃষ্টি হয়, তা সামাল দিতে সোনামুখীর থানার ভারপ্রাপ্ত আধিকারিককে ময়দানে নামতে হয়।
এই যানজটের জেরে স্কুল পড়ুয়া, শিক্ষক থেকে শুরু নিত্যযাত্রীদের আটকে পড়তে হয়। কিন্তু যদি এই ধরনের সারের কালোবাজারি চলতে থাকে এবং এর কোনে সুরাহা না মেলে তাহলে পরবর্তীতে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।
সারাভারত কৃষকসভা সোনামুখী থানা কমিটির এই কর্মসূচিকে কটাক্ষ করেন তৃণমূল কংগ্রেস । সোনামুখী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বনাথ মুখোপাধ্যায় জানান , তারা যে ভন্ডামি করল নাক্কা বাজি করল সর্বস্তরের মানুষ তাদের ধিক্কার জানিয়েছে ।