বর্ধমান ( প্রদীপ চট্টোপাধ্যায় ) :- পুলওয়ামা , বালাকোট দেখিয়ে একবার মানুষকে বোকা বানানো যায় । বারে বারে বোকা বানানো যাবেনা । সিএএ ও এনআরসি করে বিজেপি নিজের কবর নিজেরাই খুঁড়েছে । সেকারণেই সম্প্রতি এই রাজ্যে হওয়া তিনটি বিধানসভা আশনের উপনির্বাচনে সাফ হয়েছে । দিল্লির মানুষও কাজের নিরিখে ভোট দিয়েছে । আর উন্নয়ন কাজের জন্যই বাংলার মানুষ আসন্ন পুরসভা নির্বাচনে তৃণমূলকেই ভোট দেবে । সোমবার বর্ধমানে এসে এমনটাই দাবি করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের মন্ত্রী ফিরহাদ হাকিম । তবে পুরসভা ভোট কবে হবে সেই বিয়টি তিনি খোলসা করেন নি। এদিন বর্ধমানে কাঞ্চননগরে নবনির্মিত বৃদ্ধাশ্রম ‘নবনীড়’ এর উদ্বোধন করেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ।
পূর্ব বর্ধমান জেলা তৃণমূলের পর্যবেক্ষক ফিরহাদ হাকিম এদিন রাতে বর্ধমান ভবনে দলের নেতাদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেন ।
সেই বৈঠকে জেলার দায়িত্বশীল তৃণমূল নেতারা ছাড়াও , জেলার বিধায়ক গন , জেলাপরিষদের সভাধিপতি ও সহ সভাধীপতি এবং জেলার পুরসভা গুলির প্রাক্তন কাউন্সিলার ও পুরপিতারা উপস্থিত থাকেন । সেই বৈঠকেই পৌর নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতৃত্বকে মাঠে নামতে নির্দেশ দিলেন ফিরহাদ হাকিম। একই সঙ্গে জানিয়েদেন , পৌর ভোট কখন হবে তা ঠিক করবে রাজ্য নির্বাচন কমিশন। তবে এদিন পর্যবেক্ষকের সামনেই লোকসভা নির্বাচনে দলের পরাজয় নিয়ে বৈঠকে উপস্থিত এক নেতা অপর নেতার বিরুদ্ধে কার্যত বিষোদাগার উগরে দেন । যদিও ফিরহাদ হাকিম গোষ্ঠী কোন্দল ভুলে দলের সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে নির্দেশ দিয়েযান ।