বাঁকুড়া জেলার ওন্দা থানার অন্তর্গত পুনিশোল গ্রামের কাদেরাবাদ দরগাহ্ শরীফে প্রতি বৎসরের ন্যায় এ বৎসরও পালিত হলো বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী (রাঃ আঃ) ও বাঁকুড়া জেলার ন্যায় বাংলার অদ্বিতীয় সুফি সাধক হযরত শাহ সূফী আজমাতুল্লাহ ( রঃ আঃ)- এর মহামিলনের উরস উৎসব (12 ই রবিউসসানি) – 9/12/2019
সারাদিনের বিভিন্ন কর্মসূচির মধ্যে পালিত হয় ঊরস, কলমাখানি, মিলাদ, ফাতেহা, দোয়া খায়ের, চাদর পুষি,ও আলোচনা সুফিবাদে ইসলামের দৃষ্টিকোণ, ইসলামে মানবতা, ভ্রাতৃত্বের গুরুত্ব।
বিভিন্ন জেলা থেকে অগণিত ভক্তের ঢল নেমেছে। দলে দলে মানুষ এসে এই পবিত্র ঊরস অংশ নিচ্ছে।