আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

চন্দ্রযান ২ অভিযান দেখতে দর্শনার্থী ভিড় উপচে পড়ছে কোলুপুকুর সার্বজনীনের দুর্গা পুজো মণ্ডপে ।

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

প্রদীপ চট্টোপাধ্যায়  বর্ধমান ৬ আক্টোবর

দেবীপক্ষ পড়ার কিছু দিন আগে ভিএসএলভি  মার্ক থ্রি রকেটে চেপে চাঁদের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল চন্দ্রযান ২। ভারতের মহাকাশ  বিজ্ঞানীদের  পাশাপাশি  গোটা দেশবাসীর মধ্যে  প্রত্যাশা তৈরি হয়েছিল, এবার সফল ভাবেই চাঁদের মাটিতে পা রাখবে চন্দ্রযান ২ ।  কিন্তু সফলতার দোরগোড়ায় পৌছেগিয়েও শেষপর্যন্ত নিরাশ হতে হয় ইসরোর বিজ্ঞানীদের । চন্দ্রযান ২ চাঁদে পৌছানোর ২,১ কিমি আগেই নিরুদ্দেশ হয়েযায় তার ল্যান্ডার বিক্রম ।  ভারতের দ্বিতীয় চাঁদ অনুসন্ধান অভিযান হয়তো সফল হয়নি, তবে  চন্দ্রযান ২ অভিযান সমগ্র দেশবাসী মহলে আলোড়ন ফেলে দিয়েছিল । এবার দুর্গা পুজোর থিমে  সেই চন্দ্রযান ২ অভিযানকে  তুলে ধরে তাক লাগিয়ে দিয়েছে পূর্ব বর্ধমানের জৌগ্রামের কোলুপুকুর  সার্বজনীন  দুর্গোৎসব কমিটি । যা দেখতে পুজো প্রাঙ্গনে উপচে পড়ছে দর্শনার্থীদের  ভিড় ।

কোলুপুকুর সার্বজনীন দুর্গোৎসব কমিটির সম্পাদক সুমন কল্যান  মজুমদার জানিয়েছেন , এবছর তাঁদের দুর্গা পুজো অষ্টম বর্ষে পদার্পন করেছে । চন্দ্রযান ২ অভিযানকে সামনে রেখেই  তারা মণ্ডপ তৈরি করেছেন।   মহাকাশে মহামায়া এই আঙ্গিকে  তৈরি করা হয়েছে প্রতিমা । দুর্গা পুজোর থিমে চন্দ্রযান ২ অভিযান কেই বেছেনেবার  কারণ কি ? এই প্রশ্নের উত্তরে সুমন কল্যান জানিয়েছেন , হয়তো সফলতা আসেনি । তাসত্ত্বেও ভারতের মহাকাশ বিজ্ঞানীদের  চন্দ্রযান ২ অভিযান  ভারতবাসী মহলে সাড়াফেলে দিয়েছিল ।  প্রধানমন্ত্রী নেরেন্দ্র মোদিও  ইসরোর বিজ্ঞানীদের  প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন  । সুমন কল্যান বলেন,এই সবের পরিপ্রেক্ষিতেই তাঁরা দেশেজুড়ে  আলোড়ন  ফেলেদেওয়া  চন্দ্রযান ২ অভিযানকে মণ্ডপে তুলে ধরার সিদ্ধান্ত নেন  ।

পুজো কমিটির সভাপতি শংকর হাওলাদার  জানিয়েছেন , মণ্ডপটি তৈরি করেছেন স্থানীয়  শিল্পী বিষ্ণু শিকদার  । প্রথমে শিল্পী বাঁকারির সাহায্যে চন্দ্রযান ২ এর স্ট্রাকচার তৈরিকরেন  । পরে থার্মোকল ও ফোম ব্যাবহার করে তিনি  চন্দ্রযান ২ এর পূর্ণাঙ্গ রুপদেন  । প্রায় একমাস সময় লেগেছে  এই মন্ডপ তৈরি করতে ।  ক্লাবের কর্মকর্তা তাপস সরকার জানিয়েন এবছর তাঁদের পুজোর বাজেট পৌনে তিন লক্ষ টাকা । নজরকাড়া এই মণ্ডপের জন্য জামালপুর থানা এবং জামালপুর  পঞ্চায়েত সমিতি  পুজো উদ্যোক্তাদের পুরস্কৃত করেছে বলে তিনি জানান ।  জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি  মেহেমুদ খান এদিন মণ্ডপ পরিদর্শন করে বলেন,‘ একথা ঠিকই চন্দ্রযান ২ অভিযান  দেশজুড়ো সাড়া ফেলেছিল । সেই স্মৃতিকে আরো একবার উস্কে দিয়েছে কোলুপুকুর সর্বজনীনের দুর্গা পুজো ।

See also  সারা রাত্রি পায়ে হেঁটে এসে পূজা দিলেন

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি