পূর্ব বর্ধমান:- আউস গ্রাম ১ অঞ্চলের বিল্ব গ্রামের কয়রাপুর গ্রামের রাস্তার বেহাল দশা,ক্ষুব্ধ গ্রামবাসী থেকে স্কুল পড়ুয়ারা।
উলেখ্য বিগত কয়েক বছর ধরে এই গ্রামের বেহাল রাস্তার জন্য বারংবার স্থানীয় BDO ও পঞ্চায়েত দফতরে জানিয়েও কোনো সুরাহা হয়নি বলে জানান গ্রামবাসীরা।
কার্যত গতকাল থেকে রাজ্যের পাশাপাশি বর্ধমান জেলায় নিম্নচাপের ফলে দিনরাত ঝিরি ঝিরি বৃষ্টিপাত হচ্ছে আর তার জেরে রাস্তার মাটি খানাখন্দ হয়ে পড়ছে,এমত অবস্থায় যান চলাচল তো দূরের কথা গ্রামবাসীরা ও স্কুল কলেজের পড়ুয়ারা রাস্তা দিয়ে হেঁটে যেতে পারছেনা। এই বিষয়ে গ্রামবাসী ও পড়ুয়ারা জানান,ভোটের সময় ভোট চাইতে আসে অনেকেই এবং বড়বড় উন্নয়নের ধারা বয়ে দিয়ে যায় কিনতু ভোটের পর আর দেখা যায়না সেইসব নেতা মন্ত্রীদের, এদিন গ্রামবাসীরা আবেদন করেন মুখ্যমন্ত্রীর উদ্যেশে।