কৃষকসেতু, কৃষ্ণ সাহা,পূর্ব বর্ধমান :পকসো আইনে দায়ের হওয়া এক নৃশংস শিশুধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হলেন পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার এক যুবক। আজ, ৩০ জুন, বর্ধমান এক্সক্লুসিভ পকসো আদালতের বিচারক অভিযুক্তকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন।

মামলার সূত্রপাত ২০১৯ সালের ২৬ মার্চ। ওইদিন রাতে জামালপুর থানায় এক অভিভাবক অভিযোগ দায়ের করেন যে, বিকেল ৪টা নাগাদ তার ৬ বছরের নাবালিকা কন্যাকে প্রতিবেশী এক যুবক বিস্কুট খাওয়ানোর নাম করে নিজের বাড়িতে নিয়ে যায় এবং জোরপূর্বক ধর্ষণ করে।
ঘটনার গুরুত্ব বিবেচনা করে সঙ্গে সঙ্গে দক্ষ তদন্তকারী অফিসার এসআই আকাশ কুমার সিংদেও-কে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। তিনি দ্রুত তদন্ত সম্পন্ন করে অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।
দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আজ মহামান্য আদালত অভিযুক্তের অপরাধ প্রমাণিত হওয়ায় এই দৃষ্টান্তমূলক শাস্তি ঘোষণা করেন। আদালতের এই রায়ে সন্তোষ প্রকাশ করেছে নির্যাতিতার পরিবার ও সমাজের বিভিন্ন মহল।