আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে গ্রেপ্তার যুবক

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,নরেন্দ্রপুর : বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এক যুবতীকে ধর্ষণের অভিযোগ নরেন্দ্রপুরে। ইতিমধ্যেই অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম সুব্রত মন্ডল। পুলিশ সূত্রে খবর, পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকে তাঁকে গ্রেফতার করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ।যুবতীর পরিবারের অভিযোগ,গড়িয়া নিবাসী নির্যাতিতা যুবতীর সঙ্গে কর্মসূত্রে আলাপ হয়েছিল সুব্রতর।

ধীরে ধীরে তাঁদের মধ্যে সম্পর্ক তৈরি হয়। পুলিশের দাবি, সম্পর্কের আড়ালে অভিযুক্ত একাধিকবার ওই তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হন।শুরু থেকেই সুব্রত বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ছিলেন বলে অভিযোগ। কিন্তু সম্প্রতি জানা যায়, তাঁর অন্যত্র বিয়ের কথাবার্তা চলছে। তখনই ওই তরুণীকে বিয়ে করতে অস্বীকার করেন সুব্রত। এরপর নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ঐ নির্যাতিতা যুবতী।

আর তার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে নেমে সুব্রতকে গ্রেফতার করা হয়। বর্তমানে ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি নির্যাতিতার শারীরিক পরীক্ষা করানো হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী তাঁর গোপন জবানবন্দীর আবেদনও জানানো হয়েছে।পুলিশ সূত্রে জানা গেল,অভিযুক্তকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

তাঁর অন্যত্র বিয়ের কথাবার্তার সূত্র ধরে পুরো বিষয়টির তদন্ত চালানো হচ্ছে। প্রাথমিকভাবে ঘটনাটি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা ও ধর্ষণের মামলা হিসেবে নথিভুক্ত করে তদন্তের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ।

See also  "রথযাত্রায় ভরা বৃষ্টিতেও অসহায়দের পাশে হেল্প পরিবার: ভালোবাসার খাবার বিতরণে উজ্জ্বল মানবতা"

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি