মহঃ সফিউল আলম, বীরভূম: টেগোর সোসাইটির পরিচালনায় এবং নেটজ বাংলাদেশ ও বি এম জেড এর আর্থিক সহায়তায় রাজনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বারোমেসিয়া গ্রামে ১১০ টি স্বনির্ভর দলের সদস্যাদের নিয়ে ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন করা হয়৷ একই ভাবে রাজনগর ব্লকের বাঁশবোনা, পড়াশিয়া গ্রামে এবং খয়রাশোল ব্লকের বুধপুর, খড়বোনা গ্রামে দিবসটি পালন করা হয়৷ নেওয়া হয় বিভিন্ন ধরণের কর্মসূচী৷ উপস্থিত ছিলেন আইনজীবি দেবাশীষ বন্দ্যোপাধ্যায়, আইনজীবি সুনীল কুমার সাহা, টেগোর সোসাইটির তরফে চন্দ্রকান্ত দত্ত, গৌরাঙ্গ দাস সহ অন্যান্যরা৷
প্রসঙ্গত উল্লেখ্য, সমগ্র বিশ্ব ব্যাপী মানবাধিকার রক্ষা করা, নারী পুরুষের সমান অধিকার, শিক্ষার অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, পিছিয়ে পড়া মানুষদের অধিকার, বাল্য বিবাহ রোধ, শিশু শ্রম বন্ধ করা প্রভৃতি বিষয়ে বিস্তারিত আলোচনা হয়৷ আইনি সহায়তা সম্পর্কেও বিশেষ আলোকপাত করেন উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ, আইনজীবি প্রমুখ৷ এমন উদ্যোগ আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এলাকার সচেতন নাগরিকবৃন্দ৷ এই ধরণের প্রয়াস আগামী দিনেও যাতে অব্যাহত থাকে সেব্যাপারে দৃষ্টি আকর্ষণ করেন অনেকে৷ এর মাধ্যমে বহু মানুষ বিভিন্ন ভাবে সচেতন ও উপকৃত হচ্ছেন বলে মনে করছেন অনেকে৷