অরিজিৎ মাইতি ( পূর্ব মেদিনীপুর ) :- কোভিড’১৯ সারা ভয়াবহ রূপ পরিগ্রহ করছে। রাজ্য তথা এ জেলায় প্রতিদিন কোভিড সংক্রমিতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। অথচ হাসপাতালে বেড সেই অনুযায়ী বাড়ছে না। অধিকাংশ বাড়িতেই এরকম সংক্রামক ব্যাধিতে আক্রান্তকে আলাদা রাখার মতো ব্যবস্থা করাও সম্ভব নয়। সরকারি উদ্যোগে অনেক জায়গায় সেফহোম তৈরি করে অপেক্ষাকৃত কম গুরুতর অসুস্থদের রাখার ব্যবস্থা হয়েছে। কিন্তু প্রয়োজনের তুলনায় সংখ্যায় অত্যন্ত কম।
আবার সব হোমগুলোতে রোগীদের সুস্থ করে তোলার উপযোগী যথাযথ ব্যবস্থাও নেই। এমতাবস্থায় অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকে জেলার সি এম ও এইচ-কে স্মারকলিপি দেওয়া হয়। দাবী করা হয় প্রত্যেকটি সেফ হোমে রোগীদের জন্য ক) পরিস্কার, পরিচ্ছন্ন সামগ্রিক পরিবেশ। খ) দূরত্ব রেখে বিছানা। গ) রোগীর উপযোগী পথ্য ও পরিস্রুত পানীয়জল । ঘ) পরিচ্ছন্ন বাথরুম-টয়লেট। ঙ) চিকিৎসকদের নিয়মিত পরিদর্শন ও উপদেশ। চ) উপযুক্ত ট্রেনিং ও সুরক্ষার ব্যবস্থাসহ নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের নিয়োগ। ছ) অক্সিজেন সিলিন্ডার সাপ্লাই। জ) অ্যাম্বুলেন্স পরিষেবা ব্যবস্থা করা হোক।
সংগঠনের পূর্ব মেদিনীপুর জেলা কমিটি সম্পাদকমন্ডলীর সদস্য প্রতিমা জানা, তমলুক শাখার সভাপতি চন্দনা জানা বলেন,
“আমরা আরও দাবী করেছি জেলায় করোনা টেস্টের, সংখ্যা ব্যাপক্ভাবে বৃদ্ধি করা হোক। র্যানডাম টেস্টের মাধ্যমে সংক্রমিত ব্যক্তিকে চিহ্নিতকরণ ও সাধারন মানুষ থেকে পৃথকীকরণের পর্যাপ্ত ব্যবস্থা করতে পারলেই একমাত্র আমরা এই রোগের ব্যাপক সম্প্রসারণ রুখে দিতে পারে। তমলুক জেলা হাসপাতালে অবিলম্বে কোরোনা টেস্ট শুরু করতে হবে। এর সাথে উপযুক্ত ব্যবস্থাসহ প্রচুর সংখ্যক সেফ হোম করার আমরা দাবী জানিয়েছি”।