আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

সন্ধ্যার পর থাকা যাবেনা মাঠে মহিলাদের ; মেদিনীপুর ক্লাবের নোটিস

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

রথীন রায় :- জনসাধারণের যে অংশ আবহমান কাল ধরে শুধুমাত্র তাদের লিঙ্গগত পরিচয়, বয়স, তুলনামূলক শারীরিক অক্ষমতা ও পরিস্থিতির শিকার হয়ে অত‍্যাচারিত, অবহেলিত ও উন্নয়নে ব্রাত‍্য থেকেছে, নারী উন্নয়ন ও সমাজ কল‍্যাণ বিভাগ সেই অংশের মানুষের সুরক্ষা, সমতা এবং সামাজিক অন্তভুক্তির লক্ষ‍্যে কাজ করে ! সমাজের এই অংশের মানুষদের মধ‍্যে আছেন নারী, বরিষ্ঠ নাগরিকবৃন্দ এবং প্রতিবন্ধী, রুপান্তরকামী ব‍্যক্তি, গৃহহীন ও মাদক/মদে অত‍্যাসক্ত ব‍্যক্তিরা !

 

নারী-উন্নয়ন ও সমাজকল‍্যাণ বিভাগের দপ্তরগুলি হল – সমাজকল‍্যাণ অধিকার, পশ্চিমবঙ্গ সমাজকল‍্যাণ পর্ষদ, ভবঘুরে নিয়ামকের কার্যালয়, প্রতিবন্ধীদের জন‍্য মহাধক্ষের কার্যালয়, পশ্চিমবঙ্গ নারী কমিশন, পশ্চিমবঙ্গ নারী উন্নয়ন সংস্থা এবং রুপান্তরকামী উন্নয়ন পর্ষদ ! তারপরেও ফতোয়া ?
মেদিনীপুর শহরে ডায়মন্ড স্পোর্টিং ক্লাবের তরফে নোটিস দিয়ে জানানো হলে মাঠে সন্ধ্যার পর মহিলাদের আর থাকা যাবে না !

 

এই নোটিশকে কেন্দ্র করেই এলাকায় তৈরি হয়েছে বিতর্ক ! রাঙামাটির ডায়মন্ড স্পোর্টিং ক্লাবের মাঠে নোটিস দিয়ে বলা হয়েছে, খেলার মাঠে থাকার সময় বিকেল ৪টে থেকে রাত ৮টা ! এছাড়া খেলার মাঠে কোনো রকম খাদ্যদ্রব্য, ঠান্ডা পানীয়, প্যাকেট নিয়ে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে ! একই সঙ্গে মহিলাদের মাঠে থাকার বিষয়ে জানানো হয়েছে, নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত মহিলারা সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এবং এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত ৭টা পর্যন্ত থাকতে পারবেন !

 

খেলার মাঠে মহিলাদের জন্য সময় বিভাগকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে ! যদিও শহরের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী ক্লাব কতৃপক্ষের বক্তব্য, কোনো রকম ভেদাভেদ বা বিতর্ক তৈরির জন্য নয়, মহিলাদের নিরাপত্তার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে !!

See also  ভোটের মুখে তৃণমূল কর্মীর আঙুল কামড়ে খেয়ে নেওয়ার অভিযোগ বিজেপির পঞ্চায়েত সদস্যার স্বামীর বিরুদ্ধে-পঞ্চাায়েত সদস্যার শ্লীলতাহানী - গ্রেপ্তার দুই

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি