পথিকৃৎ বসুর পরিচালনায় দেশপ্রেমের কাহিনি ফুটিয়ে তুলবেন জিৎ—চলতি বছরের মে মাসেই এ খবর প্রকাশ্যে এসেছিল। এবার স্পষ্ট হল, তিনি রূপ দিচ্ছেন চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের অন্যতম নায়ক অনন্ত সিংকে। ছবির নাম—‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’। ঘোষণার পর থেকেই দর্শকদের মধ্যে কৌতূহল ছিল তুঙ্গে। অবশেষে স্বাধীনতা দিবসে ‘বিগ ফ্রাইডে’ চমক হিসেবে নিজের প্রথম লুক প্রকাশ করলেন জিৎ নিজেই।
দুর্গাপুজোর পর শুরু হবে এই ছবির শুটিং। অক্টোবর থেকে কলকাতা, ঝাড়খণ্ড, মাসাঞ্জর ড্যামসহ বিভিন্ন জায়গায় ক্যামেরা উঠবে। চরিত্রে ঢোকার জন্য জিৎ ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছেন। পরিচালক পথিকৃৎ বসু জানান, মুম্বইতে গিয়ে ফাইটমাস্টারের কাছে লাঠিখেলা শিখেছেন জিৎ। তাঁর ভাষায়, “কোনও চরিত্রের জন্য এত নিষ্ঠা নিয়ে এর আগে কাউকে প্রশিক্ষণ নিতে দেখিনি। আমি, জিৎদা—সকলেই ভীষণ এক্সাইটেড এই সিনেমাটি নিয়ে।” অনন্ত সিংয়ের চেহারায় তাঁকে ফুটিয়ে তোলার দায়িত্বে রয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত মেকআপ আর্টিস্ট সোমনাথ কুন্ডু। প্রস্থেটিক লুকের এক ঝলক ইতিমধ্যেই সামনে এসেছে।

প্রস্তুতির মুহূর্ত শেয়ার করে দেশপ্রেমের আবেগ উসকে দিয়েছেন জিৎ। ক্যাপশনে লিখেছেন—‘যে স্বাধীন ভারতের স্বপ্ন দেখেছিলেন বিপ্লবী অনন্ত সিং, এ দেশের বুকে আজও কি বেঁচে আছে সেই স্বপ্ন?’ কপালে রক্ততিলক, চোখে দেশের জন্য প্রাণ উৎসর্গের অঙ্গীকার—এই লুকে জিৎকে দেখে দর্শকদের কৌতূহল আরও বেড়েছে। ভিডিওতে আরেকটি চমকও মেলে—ছবির সংগীত পরিচালনা করছেন শান্তনু মৈত্র। ফলে গানেও মিলতে চলেছে বিশেষ উপহার।
এই ছবিতে দেখানো হবে, কীভাবে মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে ধাপে ধাপে স্বাধীনতা সংগ্রামে যুক্ত হয়েছিলেন অনন্ত সিং। নন্দী মুভিজের প্রযোজনায় এবং প্রদীপ কুমার নন্দীর পরিবেশনায় তৈরি হচ্ছে সিনেমাটি। বহু বছর পর নিজের প্রযোজনা সংস্থার বাইরে অন্য ব্যানারে কাজ করছেন জিৎ। ষাটের দশকের কলকাতার প্রেক্ষাপটে গড়া এই গল্পের কেন্দ্রে অনন্ত সিং—যিনি ব্রিটিশদের বিরুদ্ধে অস্ত্র তুলে নিয়েছিলেন মাস্টারদার ছত্রছায়ায়। বাণিজ্যিক ছবির বাইরে এই বায়োপিকে কেন? জিৎ আগেই জানিয়েছিলেন—তিনি কখনও বায়োপিকে অভিনয় করেননি, তাই এই সিদ্ধান্ত। পথিকৃৎ বসুর কথায়, “স্বাধীনতা সংগ্রামের অনেক নায়ককে আমরা মনে রাখি, কিন্তু ইনি একজন ভুলে যাওয়া নায়ক। তাঁর কথা অনেকেরই অজানা। সেই কারণেই অনন্ত সিংহের বায়োপিক করার সিদ্ধান্ত।”