আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বাংলাজুড়ে শীতের কাঁপুনি, ভোরে কুয়াশাচ্ছন্ন আকাশ, রইল আবহাওয়ার পূর্বাভাস

By krishna Saha

Updated :

WhatsApp Channel Join Now

ডিসেম্বরের মাঝামাঝি সময়ে এসে বাংলাজুড়ে ক্রমশ কমছে তাপমাত্রার অঙ্ক। সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের নীচে। আগামী চার পাঁচদিন আবহাওয়ার (Weather Update of 14 December) পরিবর্তন হবে না। পশ্চিমের জেলাগুলিতে ১১ ডিগ্রিতে নেমেছে পারদ। শীতে টেক্কা দিচ্ছে দক্ষিণবঙ্গ।একাধিক জেলায় তাপমাত্রা ১২ ডিগ্রি ছুঁয়েছে। শীতে কাঁপছে বঙ্গবাসী। কোনও সিস্টেম না থাকায় উত্তর-পশ্চিম দিক থেকে হাওয়া আসছে, যার ফলে শীতের হিমেল হাওয়া বইছে বঙ্গে।

আলিপুর আবহাওয়া (Weather Office) দফতর জানিয়েছে, আজ, ১৪ ডিসেম্বর কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৫ ডিগ্রির কাছাকাছি। রাতের দিকে তাপমাত্রা নামতে পারে ১৩ ডিগ্রিতে। শহরের তাপমাত্রা আগামী কয়েকদিনে আরও কমবে। রীতিমত হাড় কাঁপানো ঠাণ্ডা পড়ার সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে আবহাওয়া বদলাতে পারে। কলকাতার আকাশ পরিষ্কার থাকবে, বৃষ্টির সম্ভাবনা নেই।

আবহাওয়া শুষ্ক থাকবে।দক্ষিণবঙ্গে (South Bengal) শীতের দাপুটে ব্যাটিং অব্যাহত থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই ফলে জেলাগুলিতে উত্তুরে হাওয়া অবাধে প্রবেশ করতে পারবে। তবে দক্ষিণে এখনই শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই। বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা ইতিমধ্যেই ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছে পৌঁছে গিয়েছে। আগামী কয়েকদিনও তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২-৩ ডিগ্রি কম থাকবে। আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রার ক্ষেত্রে বিশেষ বদলের কোনও সম্ভাবনা নেই।দার্জিলিং, কালিম্পং- উত্তরবঙ্গের (North Bengal) এই জেলাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।


তবে অন্যান্য জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দেয়নি হাওয়া অফিস। উত্তরে পারদ নিম্নমুখী। দার্জিলিংয়ের তাপমাত্রা অনেক আগেই পাঁচ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। মরশুমের প্রথম তুষারপাত হয়েছে পাহাড়ে।বাংলাজুড়ে শীতের কাঁপুনি, ভোরে কুয়াশাচ্ছন্ন আকাশ, এই আবহাওয়া কতদিন, রইল পূর্বাভাসআবহাওয়া দফতর আরও জানিয়েছে, এই মুহূর্তে বাংলাদেশের (Bangladesh) উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এর প্রভাবে হিমালয় সংলগ্ন রাজ্যগুলিতে বৃষ্টি হতে পারে। পশ্চিমবঙ্গ (West Bengal), অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, সিকিম, ত্রিপুরা, অসম ও মেঘালয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি কিছু কিছু জায়গায় শিলাবৃষ্টি হতে পারে।

See also  রায়নার ক্ষতিগ্রস্ত মানুষের পাশে বিধায়িকা শম্পা ধারা

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি