আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

ভারতের টাকায় কেনো মহাত্মা গান্ধীর ছবিই ব্যবহার করা হয় ?

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

– ঐন্দ্রিলা ব্যানার্জ্জী।
=>ভারতীয় সমস্ত ধরনের নোটে আমরা গান্ধীজির ছবিই দেখতে পায়। কিন্তু কেনো এমনটা ? কোন রহস্য লুকিয়ে এর নেপথ্যে ? গান্ধীজির ছবির আগেও ভারতীয় নোটে অশোক স্তম্ভ এর ছবি ছিলো। মহাত্মা গান্ধী প্রথমবার ভারতীয় টাকায় আবির্ভূত হন ১৯৬৯ সালে , তাঁর জন্ম শতবর্ষে। তারপর থেকে আর বদল হয়নি এনার ছবি। ভারতর্ষে এত বিশেষ বিশেষ মহাপুরুষ থাকা সত্বেও গান্ধীজির অর্থাৎ, ‘ জাতির জনক ‘ – এর ছবিকে গুরুত্ব দেওয়া হয়েছিল।

 

১৯৬৯ সালের আগে প্রতিবার নতুন নোট অনেক সিরিজের হওয়ার কারণে আসল না নকল তা নিয়ে বিভ্রান্ত হতো মানুষ। সেই সময় নোট জাল করা অত্যন্ত সহজ হতো এবং মূলত এই কারণে নতুন ভাবে গান্ধী সিরিজ এর শুরু হয়েছিলো। গান্ধীজি ভারতবর্ষের মানুষের কাছে প্রিয় মানুষ ছিলেন। গান্ধীজি একজন আদর্শগত এবং অহিংসা প্রকৃতির মানুষ ছিলেন , তিনি সমস্ত জাতি, ধর্ম, বর্ণ – সহ প্রত্যেক মানুষের মনের মধ্যে বিলীন ছিলেন। তাই এখনও পর্যন্ত ভারতের টাকায় মহাত্মা গান্ধীর ছবি ব্যবহার করা হয়।

 

যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে মানুষজন তাদের শুভঃ চিন্হ ব্যবহার করে থাকেন আবার যেমন, প্রতিটি দেশের টাকাতেই দেশবাসীদের তাদের বীর স্বাধীনতা যোদ্ধার ছবি থাকে তাদের দেশের Currency Note এতে। তেমনই আমাদের সার্বভৌম ভারতবর্ষ দেশে স্বাধীনতার বীর নায়ক মহাত্মা গান্ধীজির (বাপুজি) ছবি টাকাতে ব্যবহার করা হয়। আমাদের দেশের সেই মহান যোদ্ধা ‘ জাতির জনক ‘ মহাত্মা গান্ধী। ১৯৬৯ সালের পরবর্তি সময়ে যেসব নতুন টাকার নোট এসেছিলো এক সিরিজের ভারতবর্ষে, তাকে বলা হতো গান্ধী সিরিজ। তাতে এই রকম গান্ধীজির ছবি ছিলো।

 

তারপর একটা সময় আবার গান্ধী সিরিজের 500 ও 1000 টাকার নোট সমস্ত পুরোপুরি ভাবে বাতিল করে দেওয়া হয়, তারপর আবার পুনরায় নূতন রূপে গান্ধী সিরিজেরই 500 ও 2000 টাকার নোট আসে। সাথে 10, 20, 50, 100 এবং 200 টাকার নোটও নূতন রূপে গান্ধী সিরিজে সজ্জিত করে বাজারে আনা হয়।তাতে স্বচ্ছ ভাবে অশোক স্তম্ভ, গান্ধীজি এবং ভারত লোগোর ছবি আছে। তাই সেই কারণে আর.বি.আই এর মতে বলে এতে জাল মুদ্রা তৈরি করা কঠিন হবে।

See also  কবির স্মৃতির উদ্দেশ্যে জন্মভূমি তে মেলা

 

১৯৬৯ সালে ভারতীয় নোটে প্রথম মহাত্মা গান্ধীজির ছবি ব্যবহারে আগে অনেক নোট অশোক স্তম্ভ, তঞ্জোর মন্দির, ইন্ডিয়া গেট, বেঙ্গল টাইগার, আর্যভট্ট স্যাটেলাইট এবং আরও অনেক কিছু সিরিজ ব্যবহার করা হতো, এরফলে মানুষ বিভ্রান্ত হতো এবং নকল নোটের শিকার হতো।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি