আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবিরে মিলবে কোন পরিষেবা? তালিকা প্রকাশ করল নবান্ন

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

‘দুয়ারে সরকার’-এর পর এবার রাজ্যবাসীর জন্য আরও এক প্রশাসনিক পদক্ষেপ — ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’। এবার রাজ্যের প্রশাসন সরাসরি পৌঁছে যাবে বুথ স্তরে। সেখানেই নাগরিকদের সমস্যার প্রতিকার মিলবে দ্রুত। ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচি শুরু হচ্ছে ২ আগস্ট থেকে এবং চলবে ৩ নভেম্বর পর্যন্ত। মোট ১৬ ধরনের পরিষেবা দেওয়া হবে এই শিবিরে।

এবার দেখে নেওয়া যাক, কোন কোন পরিষেবা মিলবে এই কর্মসূচির আওতায়:
নিকাশি

  • নর্দমা ঢাকার বন্দোবস্ত
  • সোক পিট
  • কালভার্ট নির্মাণ

পানীয় সরবরাহ

  • টিউবওয়েল
  • জলের পাইপের কাজ
  • পানীয় জলের বন্দোবস্ত
  • জলের ট্যাঙ্ক

পথবাতি

  • এলইডি আলো
  • সোলার আলো

শৌচালয়

  • বাজার এলাকায় শৌচালয় তৈরি

আইসিডিএস কেন্দ্রের উন্নয়ন

  • ছাদের দেখভাল
  • জলের বন্দোবস্ত
  • খেলার জায়গার ব্যবস্থা
  • সীমানা প্রাচীরের বন্দোবস্ত
  • নিরাপত্তা সুনিশ্চিত করা

প্রাথমিক বিদ্যালয়

  • স্কুলের দেওয়ালের সৌন্দর্যায়ন (আঁকা)
  • শৌচালয় সংস্কার
  • পানীয় জলের বন্দোবস্ত
  • বেঞ্চ
  • ছাদ

পুকুর

  • পুকুর খনন
  • ঘাট বাঁধানো

বর্জ্য

  • নোংরা ফেলার জায়গার ব্যবস্থা
  • ময়লা পরিষ্কারের বন্দোবস্ত

খোলা জায়গায় জনতার সুবিধায়

  • বেঞ্চ
  • শেড নির্মাণ
  • কমিউনিটি শেডের সংস্কার

বাজার

  • স্টল সংস্কার
  • নিকাশির বন্দোবস্ত
  • আলোর ব্যবস্থা

সাংস্কৃতিক উদ্যোগ বৃদ্ধি

  • ছোট মঞ্চ
  • পতাকা উত্তোলনের বন্দোবস্ত
  • উৎসব আয়োজনের জায়গা তৈরি
  • কমিউনিটি সেন্টার

গণপরিবহণ

  • বাসস্টপে শেডের ব্যবস্থা
  • অটো/রিকশা স্ট্যান্ড
  • ফুটপাত
  • যাত্রী যাতায়াতের ব্যবস্থা
  • ফুটব্রিজ
  • অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা

সবুজায়ন

  • মুক্ত এলাকায় জিম
  • গাছের গোড়া বাঁধানোর বন্দোবস্ত
  • পার্কে বেঞ্চের ব্যবস্থা

বিদ্যুৎ পরিষেবা

  • বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন
  • কমিউনিট হল, স্কুল বিদ্যুৎ ব্যবস্থার উন্নতি
  • ট্রান্সফর্মারের ব্যবস্থা
  • বিদ্যুতের খুঁটি সংস্কার
  • পর্যাপ্ত জোগানের জন্য বিদ্যুৎ সঞ্চয়

রাস্তা

রাস্তা সংস্কার

পুজো এবং অন্যান্য সরকারি ছুটির দিন বাদ রেখে প্রতিটি জেলা, শহর এবং গ্রামে এই শিবির হবে। প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে, তিনটি বুথ মিলিয়ে একটি ক্যাম্প তৈরি করতে হবে, যেখানে স্থানীয় মানুষ তাদের সমস্যার কথা জানাতে পারবেন। এরপর সেই সমস্যার সমাধান করা হবে, তাও অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে — সম্পূর্ণ স্বচ্ছতায়। নবান্ন সূত্রে জানানো হয়েছে, রাজ্যে যেহেতু “৮০ হাজারেরও বেশি বুথ” রয়েছে, তাই অন্তত “২৭ হাজার ক্যাম্প” আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

See also  আলুর কালো বাজারে রুকতে পাইকারি দোকানে হানা

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি