আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

প্রতিরক্ষামন্ত্রীর বাসভবনে সলমন খান, হঠাৎ রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠকের নেপথ্যে কী কারণ?

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

রবিবার নয়াদিল্লিতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের বাসভবনে পৌঁছান সলমন খান। সেখানে বৈঠকও করেন তিনি। খবর প্রকাশ্যে আসতেই বলিউড মহলে শুরু হয়েছে জল্পনা। প্রশ্ন উঠছে, হঠাৎ প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে কেন সাক্ষাৎ করলেন ভাইজান?

সূত্রের দাবি, আগামী ৬ সেপ্টেম্বর থেকে লেহ-লাদাখে শুরু হচ্ছে ‘ব্যাটল অফ গালওয়ান’ ছবির শুটিং। ছবির কয়েকটি দৃশ্যের জন্য প্রতিরক্ষামন্ত্রকের বিশেষ অনুমতি প্রয়োজন। সেই কারণেই সলমন খান সরাসরি রাজনাথ সিংয়ের সঙ্গে দেখা করতে যান। উল্লেখযোগ্য, গালওয়ান উপত্যকায় ভারত-চিন সংঘাতের ঘটনাকে কেন্দ্র করেই তৈরি হচ্ছে এই সিনেমা। কর্নেল বিকুমল্লা সন্তোষ বাবুর চরিত্রে অভিনয়ের জন্য ইতিমধ্যেই কঠোর প্রস্তুতি নিচ্ছেন সলমন। নিয়মিত প্রেশার চেম্বারে ট্রেনিং করে নিজেকে গড়ে তুলছেন তিনি।

শোনা যাচ্ছে, ২২ আগস্ট থেকেই ছবির কিছু ছোটখাটো দৃশ্যের শুটিং সম্পন্ন হয়েছে। তবে আসল অ্যাকশন সিকোয়েন্স হবে লেহ-লাদাখেই। সেই কাজের অনুমতি নিশ্চিত করতেই সলমন দিল্লিতে উপস্থিত হয়েছিলেন।

সম্প্রতি ‘ব্যাটল অফ গালওয়ান’-এর টিজার পোস্টার শেয়ার করে দর্শকদের চমক দেন তিনি। জওয়ানের পোশাকে, রক্তাক্ত চেহারা আর চোখে প্রতিশোধের আগুন— অনেকদিন পর আবারও অ্যাকশন-হিরো অবতারে তাঁকে দেখে উচ্ছ্বসিত ভক্তরা। ছবিটি পরিচালনা করছেন ‘শুটআউট অ্যাট লোখান্ডওয়ালা’ খ্যাত অপূর্ব লাখিয়া। সলমনের বিপরীতে নায়িকার ভূমিকায় থাকছেন চিত্রাঙ্গদা সিং। বলিউড মহলের ধারণা, সিনেমাটি মুক্তির পর ব্যবসায়িক দিক থেকেও বড় সাফল্য পাবে, এমনকি ৫০০ কোটির বেশি আয় করার সম্ভাবনাও রয়েছে।

উল্লেখ্য, চলতি বছরেই মুক্তি পেয়েছে সলমনের ‘সিকন্দর’। দর্শক আশাবাদী থাকলেও, ছবিটি বক্স অফিসে আশানুরূপ ফল করতে পারেনি। টানা মন্দা কাটিয়ে এবার দেশাত্মবোধকে কেন্দ্র করে বড়সড় কামব্যাকের ইঙ্গিত দিচ্ছেন তিনি, এমনটাই মনে করছে অনেকেই।

See also  প্রেয়সীদের বাসনা পূরণের অর্থ জোগাড় করতে চৌর্যবৃত্তিতে নেমে দক্ষিণবঙ্গের পুলিশের ঘুম কেড়ে নেয় বাসুদেব

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি