আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

পুতিনকে টেলিফোনে কি বললেন নরেন্দ্র মোদি ?

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

রথীন রায়:- ইউক্রেনে রুশ হামলা শুরুর পর গতকালই কিয়েভের উপকণ্ঠে পৌঁছে যায় রাশিয়ার সামরিক বাহিনী ! ওবোলনস্কির কাছেই গোস্তোমেল বিমানঘাঁটিতে হেলিকপ্টার ও যুদ্ধবিমান দিয়ে হামলা চালায় রাশিয়া ! অবশ্য ওই হামলা প্রতিহত করার দাবি করে ইউক্রেন ! এদিকে ওবোলনস্কিতে রুশ সেনারা প্রবেশের পর তাদের প্রতিহত করতে বেসামরিক লোকজনকে আহ্বান জানিয়েছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় ! রাত বাড়তেই নানা আশঙ্কায় কেটেছে কিয়েভের বাসিন্দাদের, চলছে কারফিউ !

 

 

 

রাতভর দফায় দফায় ভেসে এসেছে বোমাবর্ষণের শব্দ ! আজও শহরের কেন্দ্র থেকে বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে ! উত্তর কিয়েভের ওবোলনস্কি শহরে গোলাগুলি ও বিস্ফোরণের মুখে রাস্তায় লোকজনকে ছোটাছুটি করতে দেখা গেছে ! দেশের বাতাসে গোলাবারুদের গন্ধ, শহুরে মানুষেরা ছোটাছোটি করছে রাজধানী থেকে জীবন বাঁচিয়ে পালাবার জন্য ! ইউক্রেন পরিস্থিতি নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ! রাশিয়া এবং ন্যাটো গোষ্ঠীর মধ্যে যে মতপার্থক্য তৈরি হয়েছে, তা যে আন্তরিক এবং সৎ কূটনৈতিক আলোচনার মাধ্যমেই দূর করা সম্ভব- পুতিনকে সেই বার্তাও দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী মোদি ! পাশাপাশি দ্রুত এই সংঘাত বন্ধেরও অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী ! পুতিনের সবুজ সংকেতের পরই ইউক্রেনে আক্রমণ শুরু করেছে রুশ সেনা, যার তীব্র বিরোধিতা করেছে আমেরিকাসহ ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশগুলো !

 

 

 

যে সংঘাতকে কেন্দ্র করে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা ! এই পরিস্থিতিতে শান্তি ফেরানোর বার্তা নিয়ে ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বললেন নরেন্দ্র মোদি ! যেহেতু ভারতের সঙ্গে রাশিয়ার সম্পর্ক ভাল, তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যাতে সামরিক হানা বন্ধ করার জন্য রাশিয়ার প্রেসিডেন্টকে অনুরোধ করেন ! ইউক্রেনের রাষ্ট্রদূত সেই অনুরোধ মোদী কে বেশ কয়েক দিন ধরেই করছেন ! কারণ বর্তমানে শক্তিশালী ৫ টি দেশের মধ্যে ভারত তৃতীয় স্থান দখল করে আছে ! তবে দুই দেশের কূটনীতিকরা যে নিয়মিত নিজেদের মধ্যে যোগাযোগ রেখে চলবে, এ বিষয়ে সহমত পোষণ করেছেন ভ্লাদিমির পুতিন এবং নরেন্দ্র মোদি !!

See also  ভাতারের বড়বেলুন গ্রামে যাত্রীবোঝাই বাসের সামনের চাকা পাংচার হয়ে উল্টে গেল নয়নযুলিতে

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি