আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে ফের একবার বিশেষ সাফল্য অর্জন করল পশ্চিমবঙ্গ। বিদেশি পর্যটক আগমনের নির্দিষ্ট তালিকায় দেশজুড়ে দ্বিতীয় স্থান দখল করেছে রাজ্য। কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের সদ্য প্রকাশিত ‘ইন্ডিয়া টুরিজম স্ট্যাটিস্টিকস ২০২৫’ রিপোর্টে এই তথ্য উঠে এসেছে। বুধবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই পরিসংখ্যান প্রকাশ করে রাজ্যবাসীকে সুখবর দেন।
তিনি জানান, বিশ্বের নানা প্রান্তের পর্যটকদের কাছে পশ্চিমবঙ্গ এখন দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। মুখ্যমন্ত্রীর কথায়, “বাংলা আজ আন্তর্জাতিক পর্যটকদের কাছে দেশের দ্বিতীয় সবথেকে পছন্দের গন্তব্য। এটি আমাদের রাজ্যের জন্য এক গর্বের মুহূর্ত। পর্যটন পরিকাঠামো উন্নয়ন, উৎসবমুখর পরিবেশ এবং বাংলার সংস্কৃতি-ঐতিহ্যের অনন্য আকর্ষণই এই সাফল্যের মূল ভরসা”।
রাজ্যের পর্যটন ক্ষেত্রের ধারাবাহিক উন্নয়ন এবং প্রশাসনের বিশেষ উদ্যোগের ফল হিসেবেই এই অর্জন এসেছে বলে জানান তিনি। দুর্গাপুজোকে ইউনেস্কোর ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্তি, পর্যটন সুবিধা বৃদ্ধি, নিরাপত্তা ও সংযোগ ব্যবস্থার উন্নতি—সব মিলিয়ে বাংলা আজ বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকদের কাছে ক্রমশ প্রিয় গন্তব্যে পরিণত হচ্ছে।
এদিকে, এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম। তিনি বলেন, “মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মানবিক কর্মকাণ্ড ও উন্নয়নমূলক পদক্ষেপ বাংলাকে আরও দূর এগিয়ে নিয়ে যাবে। আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে বাংলার এই উত্থান সেই ধারাবাহিক পরিশ্রমেরই প্রতিফলন”।
অপার্থিব ইসলাম ওরফে (ফাগুন) তিনি আরও বলেন, রাজ্যের সাংস্কৃতিক বৈচিত্র্য, উৎসবপ্রীতি এবং আতিথেয়তার খ্যাতি বিদেশি পর্যটকদের আকর্ষণ করার অন্যতম বড় কারণ। ভবিষ্যতে এই সাফল্য আরও বৃদ্ধি পাবে।








