আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

পশ্চিমবঙ্গ ফাইলস তৈরি হবে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

রথীন রায় :- বিতর্কিত কাশ্মীর ফাইলসের মতো পশ্চিমবঙ্গ ফাইলস দেখতে হবে ! বাঁকুড়ায় এক জনসভা থেকে সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার এমনই বললেন ! তিনি বলেন, তৃণমূলের কলঙ্কের কথা বলুন ! তৃণমূল যেভাবে মানুষকে ভয় দেখাচ্ছে, তার কথা বলুন ! আগামী দিনে পশ্চিমবঙ্গ ফাইলস তৈরি হবে ! এই পশ্চিমবঙ্গ ফাইলসে আমরা দেখতে পাব কীভাবে মানুষকে খুন করা হয়েছে ! মানুষকে মেরে তার গলায় রশি দিয়ে কখনও গাছের ডালে ঝুলিয়েছে ! কখনও হাইটেনশন লাইনের তারে ঝুলিয়ে দেওয়া হয়েছে !

 

 

বিজেপি সাংসদের এমন মন্তব্যে বিতর্ক শুরু হয়েছে ! পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল ! রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, উনি নিজের চরকায় তেল দিলে মনে হয় ভালো হবে ! উনি নিজের চরকায় তেল দিন ! এখানে কী দুর্নীতি হচ্ছে ওটা নিয়ে ভাবতে হবে না ! আসলে বিজেপি পিএম কেয়ারের নামে নিজেদের কেয়ার করছেন, সেটা আগে দেখুন ! সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার বলেছেন রাজ্যেও যে অত্যাচার চলছে তার ইতিহাস একদিন উন্মুক্ত হবেই !

 

 

‘দ্য কাশ্মীর ফাইলস’ কে ঘিরে বিতর্ক রয়েছে বিস্তর ! বিজেপির তরফে যেমন প্রশংসা কুড়িয়েছে এই ছবি, ছবির বিরোধিতায় সরব হয়েছে বিরোধী পক্ষ ! এমনকি ‘দ্য কাশ্মীর ফাইলস’ এ দেখানো কিছু দৃশ্য কাশ্মীরিদের প্রতি রিরূপ প্রতিক্রিয়া করছে বলেও অভিযোগ ! সেই বিতর্ক টেনে এনে বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী পশ্চিমবঙ্গ ফাইলস মন্তব্য করেছেন !!

See also  প্রাপ্য চাল না পাওয়ার দাবিতে কাউন্সিলরকে ঘিরে বিক্ষোভ দেখাল মহেশতলা পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি