আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

মেমারিতে পুকুর থেকে উদ্ধার পাথরের বিষ্ণু মূর্তি

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

বাবু সিদ্ধান্ত, বর্ধমান ১৯ এপ্রিল-ক ডাউনের কারনে খনন কার্য থমকে থাকা পুকুর থেকে উদ্ধার হল পথরের প্রাচীন বিষ্ণুমূর্তি। রবিবার ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মেমারির থানার দুর্গাপুর অঞ্চলের চোটখন্ড গ্রামে । খবর পেয়ে মেমারি থানার পুলিশ গ্রামে পৌছে পাথরের বিষ্ণু মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়েযায় । মূর্তিটি কিভাবে ওই পুকুরে এল তার তদন্ত পুলিশ শুরু করেছে ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে ,দেশজুড়ে লক ডাউন জারির আগে চোটখন্ড গ্রামের
পুকুরটির খনন কার্য শুরু হয় ।লক ডাউন ঘোষনার পরথেকে বন্ধ করেদেওয়া হয় খনন কার্য। এদিন বেলায় এলাকার কিছু কচিকাচা ওই পুকুরের কাছে খেলা করছিল । তখনই তারা জল শূন্য ওই পুকুরের মধ্যে পাথরের টুকরো মতো কিছু একটা দেখতে পেয়ে সেখানে যায় ।কৌতুহল বশত তারা মাটি খোঁড়াখুড়ি শুরু করে । তখনই বেরিয়ে আসে প্রাচীন বিষ্ণু মূর্তিটি | কচিকাচাদের মাধ্যমে খবর পেয়ে স্থানীয়রা সেখানে পৌছে মর্তিটি গ্রামে নিয়ে যায়। এই ঘটনার কথা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে ।মূর্তিটি দেখতে আশপাশের গ্রামের বহু মানুষ চোটখণ্ড গ্রামে জড়ো হন ।এই পরে খবর পেয়ে মেমারি থানার পুলিশ গ্রামে পৌছে মূর্তিটি থানায় নিয়ে চলেযায় ।

 

See also  ভাতার গণপতি সেবা সমিতি সংঘের উদ্যোগে গণেশ পুজো কে সামনে রেখে মাস্ক বিতরণ

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি