নতুন ইতিহাস তৈরি করলেন বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy)। আইসিসি’র সর্বশেষ টি-টোয়েন্টি বোলিং র্যাঙ্কিংয়ে সর্বোচ্চ রেটিং পয়েন্ট পাওয়া ভারতীয় বোলার এখন তিনিই। আইসিসি প্রকাশিত ১৭ ডিসেম্বরের আপডেট অনুযায়ী, রেটিং পয়েন্টের বিচারে সতীর্থ জশপ্রীত বুমরাহকে ছাড়িয়ে গিয়েছেন বরুণ।
এর আগে ২০১৭ সালের ১ ফেব্রুয়ারি কেরিয়ারের সেরা রেটিং পেয়েছিলেন বুমরাহ। ইংল্যান্ডের বিরুদ্ধে ওই ম্যাচে ১৪ রানে ৩ উইকেট নিয়ে তিনি সর্বোচ্চ ৭৮৩ রেটিং পয়েন্টে পৌঁছেছিলেন। তবে বুধবার সেই রেকর্ড ভেঙে দেন বরুণ। তাঁর রেটিং পয়েন্ট এখন ৮১৮।
এই মুহূর্তে কেরিয়ারের সর্বোচ্চ রেটিং নিয়ে টি-টোয়েন্টি বোলারদের তালিকায় শীর্ষে রয়েছেন বরুণ। উল্লেখযোগ্যভাবে, শীর্ষ দশে তাঁকে ছাড়া আর কোনও ভারতীয় বোলার নেই। আরও চমকপ্রদ তথ্য হল, ভারতীয় ‘রহস্য স্পিনার’ ছাড়া আর কারও রেটিং পয়েন্ট ৭০০-র গণ্ডি পেরোয়নি। দ্বিতীয় স্থানে থাকা নিউ জিল্যান্ডের জ্যাকব ডাফির রেটিং পয়েন্ট ৬৯৯।
চলতি বছরের সেপ্টেম্বরে প্রথমবার র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিলেন বরুণ। এরপর নভেম্বরের শুরুতেও টি-টোয়েন্টি বোলারদের তালিকায় এক নম্বরে ছিলেন তিনি, তখন তাঁর রেটিং ছিল ৭৯৯। গত এক থেকে দেড় বছরে ভারতীয় বোলিং আক্রমণের অন্যতম ভরসা হয়ে উঠেছেন এই স্পিনার। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিন ম্যাচে তিনি ছ’টি উইকেট নিয়েছেন। এর মধ্যে ধরমশালায় তৃতীয় ম্যাচে ২/১১ পারফরম্যান্সও রয়েছে।
এদিকে মঙ্গলবার আবু ধাবিতে শ্রীলঙ্কার ‘জুনিয়র মালিঙ্গা’ মুস্তাফিজুর রহমানকে ৯.২০ কোটি টাকায় দলে নিয়েছে কেকেআর। তার পরের দিনই ৬৬৫ রেটিং পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে উঠে এসেছেন তিনি। তালিকায় অক্ষর প্যাটেল রয়েছেন ১৩ নম্বরে, তাঁর রেটিং পয়েন্ট ৬৩৬। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে দুর্দান্ত বোলিংয়ের সুবাদে চার ধাপ উন্নতি করে ১৬ নম্বরে উঠে এসেছেন অর্শদীপ সিং। প্রথম ২০-র মধ্যে আর কোনও ভারতীয় বোলারের নাম নেই।












