আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

শিশু দিবস উপলক্ষে খণ্ডঘোষ ব্লকে অনন্য সামাজিক উদ্যোগ — শিশুদের মুখে হাসি ফোটাল তৃণমূল কংগ্রেস

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

সারা দেশে পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিনকে কেন্দ্র করে যখন শিশু দিবস উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে, ঠিক তখনই পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকে দেখা গেল এক অত্যন্ত মানবিক ও ব্যতিক্রমী উদ্যোগ। বেরুগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বোয়াইচণ্ডী তৃণমূল কংগ্রেস কার্যালয়ে আয়োজিত এই কর্মসূচি শুধু একটি অনুষ্ঠান নয়—এটি ছিল সমাজের ভবিষ্যৎ প্রজন্মকে উৎসাহিত ও সুরক্ষিত করার এক আন্তরিক প্রচেষ্টা।

উদ্যোক্তাদের উদ্যোগে এলাকার প্রায় ১০০ জন শিশুকে নিয়ে পালন করা হয় শিশু দিবসের বিশেষ অনুষ্ঠান। পরিবেশ ছিল আনন্দ, উচ্ছ্বাস আর হাসিখুশিতে ভরা। শিশুদের হাতে পুষ্টিকর খাদ্যসামগ্রী ও শিক্ষা সামগ্রী তুলে দিয়ে শুধুমাত্র তাদের বর্তমানকে সুরক্ষিত করা নয়, তাদের ভবিষ্যতের পাথেয় গঠনের দায়িত্বও পালন করল তৃণমূল কংগ্রেস। শিশুদের মুখে ফুটে ওঠা উচ্ছ্বাস ও কৃতজ্ঞতার হাসি অনুষ্ঠানে এক আলোকোজ্জ্বল আবহ তৈরি করে।

বেরুগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতা সেখ লকাই জানান, খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপার্থিব ইসলামের নির্দেশে এই মহৎ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সমাজের জন্য এমন ইতিবাচক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন।

উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট পঞ্চায়েত সদস্য, শিক্ষক-শিক্ষিকা, সমাজসেবী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। শিশুদের উন্নয়নের লক্ষ্যে এমন সৃজনশীল উদ্যোগকে তারা জোরালোভাবে প্রশংসা করেন। তাঁদের মতে, আগামী প্রজন্মকে সুস্থ, শিক্ষিত ও সচেতন হিসেবে গড়ে তুলতে এই ধরনের কর্মসূচি অত্যন্ত জরুরি।

স্থানীয় মানুষজনও জানান, শিশুদের প্রতি দায়িত্ববোধ ও সামাজিক মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে এই আয়োজন। শিশু দিবস যে শুধুই আনুষ্ঠানিকতা নয়—তা আরও একবার প্রমাণ করল খণ্ডঘোষ ব্লকের এই উদ্যোগ। সমাজের উন্নয়নে এ ধরনের পদক্ষেপ ভবিষ্যতেও আরও বেশি করে দেখা যাবে—এমনই আশাবাদ এলাকাবাসীর।

See also  লকডাউনে অন্নের সংস্থান করতে না পারায় অভুক্ত থেকেই দিন কাটছে জামালপুরের তাঁতিদের

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি