আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

অপরাজেয় ফাজিলা, এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগে ইস্টবেঙ্গলের শুভ সূচনা

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

কম্বোডিয়ার নম পেন ন্যাশনাল স্পোর্টস কমপ্লেক্সে সোমবার ইতিহাস গড়ল ইস্টবেঙ্গলের মেয়েরা। এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের প্রাথমিক পর্বে নিজেদের প্রথম ম্যাচে নমপেন ক্রাউনকে ১-০ গোলে হারিয়ে প্রতিযোগিতা শুরু করল মশাল বাহিনী। জয়সূচক গোলটি করেন উগান্ডার স্ট্রাইকার ফাজিলা ইকওয়াপুট।

শুরুর মিনিট থেকেই সঙ্গীতা বাসফোর, শিল্কি দেবীরা রক্ষণ সুদৃঢ় রেখে আক্রমণে ওঠেন। কয়েকবার গোলের দোরগোড়ায় পৌঁছে গিয়েও প্রথমার্ধে গোল আসেনি। ৪২ মিনিটে ফাজিলার একটি গোল বাতিল হয় অফসাইডের কারণে। ফলে বিরতিতে স্কোরলাইন ছিল ০-০।

দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলের সুযোগ তৈরি করে ইস্টবেঙ্গল। প্রথমে ফাজিলার ক্রস থেকে ও পরে সুলাঞ্জনা রাউলের শটে গোল পায়নি লাল-হলুদ শিবির। এ সময় নমপেন ক্রাউনও পাল্টা আক্রমণ শানাতে থাকে। ৫২ মিনিটে ফাজিলা গোলের কাছাকাছি পৌঁছন, কিন্তু শট জালে জড়াতে পারেননি। কয়েক মিনিট বাদে দূর থেকে সঙ্গীতার শটও লক্ষ্যভ্রষ্ট হয়।

অবশেষে ৭০ মিনিটে কাঙ্ক্ষিত গোল আসে। নমপেন ক্রাউনের ডিফেন্স ভেঙে ফাজিলা ইকওয়াপুট বল জালে জড়ান। গোলের পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে ইস্টবেঙ্গল। যদিও পরের সময়ে আর কোনও গোল হয়নি। এদিকে ৭৮ মিনিটে নমপেন ক্রাউনের অধিনায়ক কিম চ্যানথেট চোট পেয়ে মাঠ ছাড়েন।

শেষ পর্যন্ত এক গোলের জয়ে প্রথম ম্যাচ থেকে পূর্ণ পয়েন্ট তুলে নেয় ইস্টবেঙ্গলের মেয়েরা। আগামী ৩১ আগস্ট একই ভেন্যুতে তাদের পরবর্তী ম্যাচে প্রতিপক্ষ হবে হংকংয়ের কিচি এফসি।

See also  রেশনের খাদ্য সামগ্রী কেউ অন্যত্র কেনা -বেচা করলে জেল ও জরিমান শাস্তির ঘোষনা করলো আউশগ্রামের পঞ্চায়েত

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি