কৃষকসেতু,উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,ক্যানিং : আবার বড়সড় সাফল্য পেল বারুইপুর পুলিশ জেলা।গোপন সূত্রে খবর পেয়ে বারুইপুর পুলিশ জেলার জীবনতলা থানার ওসি দিগন্ত মন্ডলের নির্দেশে পুলিশের বিশেষ টিমের তল্লাশি অভিযানে দুই চোরকে গ্রেপ্তার করে পুলিশ। দুই চোরের কাছ থেকে উদ্ধার হয় ২১ টি মোটর বাইক।পুলিশ সূত্রে জানা যায় , বাসন্তী সোনাখালি এলাকার বাসিন্দা মইদুল লস্কর কে বাইক চুরির অপরাধে গ্রেফতার করে পুলিশ।

এরপর ওই অভিযুক্ত যুবককে জিজ্ঞাসাবাদ করার পর আরও একজনকে গ্রেফতার করে পুলিশ।জীবনতলার দাহারানী এলাকা থেকে সাহারুলকে গ্রেপ্তার করে পুলিশ।


এরপর দুই অভিযুক্ত চোরকে জিজ্ঞেসাবাদ করার পর পুলিশ বিভিন্ন এলাকা থেকে ২১ টি চুরির মোটরবাইক উদ্ধার করে।শনিবার এব্যাপারে ক্যানিং এস ডি পি ও রাম কুমার মন্ডল বলেন, পুরো ঘটনার তদন্ত চলছে।আর ও কেউ এদের সাথে আছে কিনা তা দেখা হচ্ছে।
