উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: সামনে বিধানসভার নির্বাচন, আর এই নির্বাচনকে সামনে রেখে ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃনমূল কংগ্রেস।রবিবার জয়নগর মজিলপুর টাউন তৃনমূল কংগ্রেসের উদ্যোগে মজিলপুর চাঁপাতলার ১২ নং ওয়ার্ডে তৃনমূল কংগ্রেসের এক কর্মী সভা হয়ে গেল।
উন্নয়নের পাঁচালি প্রচারের লক্ষে,বাংলা ও বাঙালির কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে বাংলার ভোটাধিকার রক্ষার্থে এস আই আর এর প্রতিবাদে এবং সাম্প্রদায়িক দাঙ্গাবাজ দল গুলির বিরুদ্ধে ওয়ার্ড ভিওিক তৃনমূল কংগ্রেসের এই কর্মী সভায় উপস্থিত ছিলেন জয়নগর মজিলপুর টাউন তৃনমূল কংগ্রেসের সভাপতি তথা পৌরসভার ভাইস চেয়ারম্যান রথীন কুমার মন্ডল,তৃনমূলের বরিষ্ঠ সংগঠক মতিউর সেখ,বহড়ু ক্ষেত্র গ্রাম পঞ্চায়েত প্রধান মতিবুর রহমান লস্কর,প্রাক্তন সেনা কর্মী সালাউদ্দিন সেখ, পৌরসভার ১২ নং ওয়ার্ডের কাউন্সিলার বিজলি মন্ডল, তৃনমূল নেতৃত্ব বুদ্ধিশ্বর নাটুয়া, ছুপান গাজী,লতিফ লস্কর সহ আরো অনেকে।
আসন্ন বিধানসভা নির্বাচনের আগে সরকারের উন্নয়ন মুখী কাজ গুলো কিভাবে ঘরে ঘরে পৌঁছাতে পারে সেই বিষয়ে আলোকপাত করা হয় এদিনের এই কর্মীসভার মধ্যে দিয়ে।এদিনের এই কর্মীসভায় বহু তৃনমূল কংগ্রেসের কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।







