কৃষ্ণ সাহা:- পূর্ব বর্ধমান জেলার রায়না দুই ব্লকের ছোটবৈনান থেকে লোহাই পর্যন্ত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি মহা মিছিলের আয়োজন করা হলো। খুব কম সময়ের মধ্যে এই মিছিলটি আয়োজন করা হলেও এই মিছিল কার্যত মহা মিছিলের রূপ নেয়। আজকের মিছিল থেকে কেন্দ্র সরকারের জনবিরোধী নীতির এবং ৩৪ বছর ধরে চলা বাম জামানার দুর্নীতি সহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয় সাধারণ মানুষের সামনে।। ভোজ্য তেল থেকে শুরু করে রান্নার গ্যাস সহ পেট্রোল ডিজেল সবেরই মূল্য বৃদ্ধি হয়েছে এদিন এই মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানানো হয় মিছিল থেকে। এমনটাই জানান রায়না দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অসীম পাল ।
রায়না দু’নম্বর ব্লক সিপিআইএম তৃতীয় তো অবশ্য তবে তৃণমূল দাবী করেছে যে সুষ্ঠুভাবে যদি পঞ্চায়েত নির্বাচন হয় তবে পঞ্চায়েতের দখল করবে তৃণমূল ই। যদিও পঞ্চায়েত নির্বাচনে বিজেপি কিংবা সিপিআইএমকে খুব একটা গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। পঞ্চায়েত নির্বাচনে মমতা ব্যানার্জীর ধারে কাছে কেউ আসতে পারবে না বলেই দাবি জানান তৃণমূল নেতা সৈয়দ কলিমুদ্দিন।
এ দিনের মিছিলে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি তথা রায়না বিধানসভার বিধায়ক সম্পা ধারা,রায়না দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অসীম পাল ,যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি জুলফিকার আলি খান, পঞ্চায়েত সমিতির সভাপতি পার্বতী ধারা মালিক, পঞ্চায়েত সমিতির পূর্ত ও পরিবহন কর্মাধ্যক্ষ সৈয়দ কলিমুদ্দিন সহ ৮ টি গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান পঞ্চায়েত সমিতির সকল কর্মাধ্যক্ষ ও অঞ্চল সভাপতি রা।