কৃষ্ণ সাহা ও পাপাই সরকার ( বর্ধমান ) :- বর্ধমান পৌরসভার ২৩ ও ২৪নম্বর ওয়ার্ড তৃনমূল কংগ্রেসের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হলো সোমবার বর্ধমানে রথতলা কাঞ্চননগর কঙ্কালেশ্বর কালি মন্দিরের মাঠে।এদিন এই কর্মীসভায় উপস্থিত ছিলেন বর্ধমান জেলা শ্রমীক সংগঠনের নেতা ইফতেখার আহমেদ ,তৃনমূল নেতা শিব শঙ্কর ঘোষ,প্রাক্তন কাউন্সিলর আব্দুল রব সহ অনান্য তৃণমূলের কর্মীসমর্থকরা।
মঞ্চ থেকে ফের এদিন বিস্ফোরক মন্তব্য খোকন দাসের ।তিনি বলেন এখানকার নেতারা শুধু কোলকাতায় নেতাদের গিয়ে বলবে খোকনদাস বর্ধমানের সবকিছু বিক্রি করে দিলো ।এদিন পৌরসভার প্রাক্তন চেয়ারম্যানের বিরুদ্ধেও মুখ খুললেন এদিন তিনি।
তিনি বলেন একজায়গায় মিটিং করতে গিয়ে ওই প্রাক্তন চেয়ারম্যান বলেছেন আরে আমরাতো এতো টাকা পৌরসভাতে রেখে দিয়ে গিয়েছিলাম ,খোকন সব টাকাগুলো বাড়ি নিয়ে চলে গেলো ।তিনি আরও বলেন সেই প্রাক্তন চেয়ারম্যান তিনি হয়তো জানেনা আমাদের চেয়ারম্যান ,ভাইসচেয়ারম্যান,চালায় খোকন দাস পৌরসভা চালায় না খোকনদাস শুধুমাত্র একটা এম সি আই সি ছিলো ।খোকন দাস কনো কিছুতে সই করেনি।