বাঁকুড়ার সোনামুখী থানার চকাই গ্রামে সোমবার রাত ন’টা নাগাদ গুলি করে খুন করা হয় তৃণমূলের বুথ কনভেনার সেকেন্দার খাঁ ওরফে সায়ন খাঁ-কে। পুলিশ জানিয়েছে, পখন্না বাজার থেকে বাইকে চেপে বাড়ি ফেরার পথে সেচ খালের পাড়ে পিছন থেকে পরপর গুলি চালায় দুষ্কৃতীরা। মাথা ও পিঠে গুলি লাগায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে সোনামুখী গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় পুলিশ। রাতেই হাসপাতালে হাজির হন তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি সুব্রত দত্ত, সোনামুখীর পুরপ্রধান সন্তোষ মুখোপাধ্যায়-সহ তৃণমূল নেতারা।
তৃণমূলের অভিযোগ—২০২৬ বিধানসভা ভোটে সোনামুখী আসনে নিশ্চিত হার বুঝে বিজেপি, সিপিএম-এর সঙ্গে মিলিত হয়ে এই খুন করেছে। তবে বিজেপির দাবি—এটি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল।