কৃষ্ণ সাহা (রায়না):- বিভিন্ন সম্প্রদায় বিভিন্নভাবে দুর্গাপুজোর আনন্দে মেতে ওঠেন। আপামর বাঙালি দুর্গাপূজোয় প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে বেড়ানো থেকে শুরু করে পুষ্পাঞ্জলি বাইরে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করা আনন্দ হইচই এর মধ্যে দিয়ে দুর্গাপুজোর সেলিব্রেট করে থাকেন। কিন্তু আদিবাসী সম্প্রদায়ের মানুষটা কিছুটা অন্যরকম ভাবে দুর্গাপুজোর আনন্দে মেতে ওঠেন।
বহু প্রাচীনকাল থেকেই তারা দুর্গা পূজার এই চারটে দিন বিভিন্ন জায়গায় নাচ দেখিয়ে গান গেয়ে নিজস্ব সংস্কৃতি বজায় রেখে দুর্গাপূজার আনন্দে মেতে ওঠেন। সপ্তমী অষ্টমী নৃত্য প্রদর্শন করার পর আজ তৃতীয় পর্বের নৃত্য প্রদর্শনের দিনেই আদিবাসী সম্প্রদায়ের মানুষদের সংবর্ধনা জ্ঞাপন করলেন পূর্ব বর্ধমান জেলার রায়না ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অসীম পাল।
সংবর্ধনা পেয়ে আনন্দে আপ্লুত তারা। আগামী দিনে বাপ ঠাকুরদার আমলের এই পরম্পরাকে বয়ে নিয়ে যেতে চান আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা এমনটাই জানালেন নসিপুরের বাসিন্দা জিতেন মান্ডি। পূর্বপুরুষ যারা মারা গিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতেই পুজোর চার দিন ধরে আদিবাসী সম্প্রদায়ের এই বিশেষ নাচ চলে বিভিন্ন জেলা জুড়ে। এমনটাই জানালেন পেশায় শিক্ষক শ্রী হরিপদ হাঁসদা।