আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

ডিভিসি ক্যানেলের পাড় থেকে চুরি হয়ে যাওয়া গাছের গুড়ি উদ্ধার হল ক্যানেলের তলা থেকে

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

শুচিন্ত গোস্বামী

বাঁকুড়া:- ঘটনাট বাঁকুড়া জেলার বড়জোড়া ব্লকের অন্তর্গত মানগ্রামের।পরিবেশের ভারসাম্য বজায় রাখতে আজ থেকে দশ বছর আগে স্থানীয় পঞ্চায়েত ডিভিসি ক্যানেলে পারে কিছু বৃক্ষরোপণ করেছিল।কিছুদিন যাবত জলসেচ দপ্তরের উন্নয়ন মূলক কাজের জন্য সেই গাছগুলিকে কাটার সিদ্ধান্ত নেওয়া হয় এবং ঐ কাটা গাছের গুড়ি গুলো নিয়ম মাফিক সরকারি অনুমতিক্রমে বিক্রি করে গ্রামোন্নয়নের কাজে লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়৷

 

 

কিন্তু হঠাৎই আজ নজরে আসে একদন দুস্কৃতি সেই গাছকে কাটতে শুরু করে দেয়, পরে খবর পেয়ে বাধা দেওয়া হলে তার চলে যায়। পরে আবার সেই একদম দুস্কৃতি সবার নজর এড়িয়ে সেই গাছের গুড়ি গুলোকে কেটে নিয়ে চলে যায়। গ্রামবাসীরা তারপর সরাসরি দুষ্কৃতীদের সাথে সংঘাতে না গিয়ে, প্রশাসনিক সাহায্যের আবেদন করেন, গ্রামবাসীদের দাবি প্রশাসনের হস্তক্ষেপে যাতে এই সমস্যার সমাধান হয়। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে যেখানে মানুষ বৃক্ষরোপণ করছে সেখানে সবার দৃষ্টির অগোচরে একদম দুস্কৃতির তান্ডব সত্যিই ভাবনার বিষয়।

See also  বাংলাদেশী অনুপ্রবেশকারীদের নামে সরকারী রেশনকার্ড তৈরি করেদেবার অভিযোগে গ্রেফতার জালিয়াত

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি