প্রকৃতির খেলা বোঝা বড়ই দায়। প্রকৃতি মায়ের কোলে সবই সম্ভব বলাই চলে। একটি তাল গাছ থেকে প্রায় আট দশটা তালগাছ গজিয়েছে।
এমনই এক অদ্ভুত দর্শন তালগাছের হদিশ মিলল রায়না দু নম্বর ব্লকের উচালন গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ঘুষ্টিয়া গ্রামে। তবে ওই তাল গাছ থেকে শুধুই তালগাছ নয়, অন্যান্য প্রজাতির গাছ বেরিয়েছে। আশেপাশের অনেক গ্রাম থেকে বহু লোক আসে এ তালগাছ দেখতে। আবহাওয়া দপ্তরের খবর প্রবল বৃষ্টির সম্ভাবনা , পাড়ায় পাড়ায় মাইক
ঘুষ্টিয়া গ্রামে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস এবং পোল্ট্রি ফার্ম সংলগ্ন এলাকায় এমনই এক অদ্ভুত দর্শন গাছ দেখা গেছে। এই গাছ কেউ বসাই নি। একেবারে নিজে থেকে জন্মেছে। ইতিপূর্বে এই ধরনের কোন গাছ দেখেন নি বলেই জানালেন গ্রামবাসীরা।